লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ির একাধিক বগি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অযোধ্যা জংশনꦗের কাছে। যদিও সেই ঘটনায় কোনও প্রাণহানি বা বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তবে আর্থিক ক্ষতি হয়েছে রেলের। ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মালগাড়িটিকে রেল লাইন থেকে সরানো কাজ শুরু করেন। এর ফলে ওই লাইনে দীর্ঘক্ষণ রেল চলাচল ব্যাহত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আরও পড়ুনঃ বাংলায় ল♐াইনচ্যুত ট্রেন,🃏 সকাল সকাল কোন রুটে ব্যাহত রেল পরিষেবা?
রেল সূত্রের খবর, মানকাপুর-অযোধ্যা ধাম রেল লাইনের কাটরা-রামঘাট হল্ট এবং অযোধ্যার মধ্যে মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। গোন্ডা জংশনের সিনিয়র স্টেশন সুপারিনটেনডেন্ট আর এস মীনা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ 𒉰গোরখপুর থেকে অযোধ্যাগামী আপ-বিসিএম মালগাড়ির ৪ টি বগির চাকা লাইনচ্যুত হয়। এ কারণে রেল চলাচলও ব্যাহত হয়। উদ্ধারকারী দলের প্রচেষ্টায় রেল চলাচল স্বাভাবিক করা হয়।
জানা গিয়েছে, মালগাড়িটি টান্ডা থেকে বারাবাঙ্কি যাচ্ছিল। দুর্ঘটনার ফলে অয🐼োধ্যা ধাম রেল൩ওয়ে স্টেশন থেকে বারাণসী রুটে পুরোপুরি ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সব জায়গায় থেমে যায় একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন। রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, এই রুট꧑ে যাতে ট্রেনের ভিড় না থাকে, সেজন্য লুপ লাইন দিয়ে ট্রেন চালানো হয়। তবে এর জেরে বারাণসী রুটে আটকে পড়ে কয়েক ডজন যাত্রীবাহী ট্রেন। মালগাড়িটি এমনভাবে লাইনচ্যুত হয় যে দুটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মালগাড়িতে পণ্য ভরতি থাকায় সেটি সরিয়ে নিয়ে যেতে গিয়ে সমস্যা দেখা দেয়। ফলে দুটি লাইন থেকে মালগাড়ির লাইনচ্যুত বগি সরাতে গিয়ে সমস্ꦍযার মুখে পড়েন উদ্ধারকারীরা।