কেরলে ভাইরাল একটি ভিডিয়🍌ো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শশী থারুর। একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) হ𓂃িন্দু ও খ্রিস্টানদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে এক বালকের বিরুদ্ধে।
আরও পড়ুন: বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র যোগানে পিএফআই–ক🍃ে সাহায্য বাংলাদেশি জামাতের, জেরায়🧜 স্বীকার
সোমবার কংগ্রেস সাংসদ থারুর বলেন, 'এই ঘটনার ভিডিয়ো এবং সাংবদমাধ্যমের রিপোর্টে হতবাক হয়ে গিয়েছে কেরল। ঘৃণামূলক এবং ভয় দেখানো স্লোগান অত্যন্ত জঘন্য, সেটার পিছনে যে রাজনীতি থাকুন না কেন বা যে ধর্মই তাদের ব্যবহার করুক না কেন। সাম্প্রদায়িকতার বিরোধিতা করা মানে সবধরনের সাম্প্রদায়িকতার বিরোধিতা করা।' সঙ্গে তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ বলেন, ‘আলাপ্𒆙পুঝায় পিআইএফের মিছিলে হুমক🀅ি দেওয়া এবং সাম্প্রদায়িক যে স্লোগান তোলা হয়েছে, দ্ব্যর্থহীন ভাষায় সেটার নিন্দা করছি।’ রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ করারও আর্জি জানান থারুর।