মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ইদের নমাজে চলল গুলি। স্থানীয় সময় বুধবার বিকেলে ইদ পালনের সময় সেখানে অন্তত ১০🌃০০ মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে সেদেশের সংবাদমাধ্যম। এই ঘটনায় এক কিশোরসহ ৫ জনকে পুলিশ আটক করেছে বলে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে।
হাজার মানুষের জমায়েতে গুলি
ফিলাডেলফিয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ২টো ২৬ মিনিটে পশ্চিম ফিলাডেলফিয়ায় ইদের অনুষ্ঠান চলাকালীন গুলি চালাতে থাকে কয়েকজন। মুহুর্মুহু গুলি চালাতে থাকে তারা। অন্তত ৩০ রাউন্ড গুলি চলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বন্দুকবাজদের চ্যালেঞ্জ করে সেখানে হাজির পুলিশকর্মীꦿরা। পুলিশকর্মীদের ছোড়া গুলি𒈔তে আহত হয় ১ বন্দুকবাজ।
আততায়ীদের মধ্যে রয়েছে নাবালক
পুলি🤡শ সূত্রে জানা গিয়েছে, ১৫ বছর বয়সী এক নাবালককে গুলি করেছে তা💮রা। গুলি তার হাতে ও পায়ে লাগে। তার পরেও নিজের হাতে থাকা স্বয়ংক্রিয় রাইফেল ছাড়তে রাজি ছিল না সে। এর পর পুলিশই তাকে হাসপাতালে নিয়ে যায়।
দুষ্কৃতীদের গুলিতে ২২ বছর বয়সী ১ যুবক ও ১৫ ব🐲ছর বয়সী এক নাবালক আহত হয়েছে। ২ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৩ জন পুরুষ, ১ জন মহিলা ও ১ নাবালক রয়েছে। তাদের কাছ থেকে ৫টি স্বয়ংক্রিয়🌳 রাইফেল উদ্ধার হয়েছে।
পুলিশের দাবি, ইদ পালনের ♕সঙ্গে হামলার কোনও যোগ🙈 নেই। স্থানীয় দুষ্কৃতীদের ২টি দল পার্কে একে অপরের ওপর গুলি চালাতে শুরু করে। তখনই সেখানে পৌঁছে যায় পুলিশ।