ভারতের বর্ষা প্রবেশের পর মরসুমে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে বলে সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে। আপাত দৃষ্টিতে সামান্য মনে হলেও এই কম পরিমাণ বৃষ্টি কৃষির জন্য উদ্বেগজনক। গ্রীষ্মের পর বৃষ্টি, ✅যা এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধারণত ১ জুনের দিকে দক্ষিণ থেকে শুরু হয় এবং ৮ জুলাইয🐲়ের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে। এই বৃষ্টির ফলে কৃষকরা ধান, তুলা, সয়াবিন এবং আখের মতো ফসল রোপণ করেন।
ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ভারতে স্বাভাবিকের চেয়ে ২০% কম বৃষ্টি হয়েছে, দক্ষিণের কয়েকটি রাজ্য ছাড়া প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাতের ঘাটতি দেখা যাচ💦্ছে এবং কিছু 𝓰উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। সয়াবিন, তুলা, আখ এবং ডাল উৎপাদনকারী মধ্য ভারতে বৃষ্টিপাতের ঘাটতি ২৯% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে ধান উৎপাদনকারী দক্ষিণাঞ্চলে বর্ষার আগাম আগমনের কারণে স্বাভাবিকের তুলনায় ১৭% বেশি বৃষ্টি হয়েছে।
উত্তꦛর-পূর্ব ভারতে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ২০% কম বৃষ্টি হয়েছে, এবং উত্তর-পশ্চিমে এই ঘাটতি ৬৮% পর্যন্ত।
আরও পড়ুন। কতদ🌌িন দুর্বল থাকবে বর্ষা? দক্ষিণবঙ্গ🌺ে মৌসুমি বায়ুর প্রবেশ কবে? যা জানাল IMD…
প্রায় সাড়ে তিন লক্ষ কোটি ডলারের অর্থনীতির প্রাণশক্তি, বর্ষা ভারতে প্রয়꧅োজনীয় বৃষ্টির প্রায় ৭০% নিয়ে আসে যা কৃষিক্ষেত্র এবং জলা🙈ধার ও ভূগর্ভস্থ জলাশয় পূরণের জন্য অপরিহার্য।