Sitaram Yechury is Critical:সংকটজনক সীতারাম ইয়েচুরি! CPIMর সাধারণ সম্পাদক AIIMSএ রয়েছেন ‘রেসপিরেটরি সাপোর্টে’
1 মিনিটে পড়ুন Updated: 10 Sep 2024, 01:05 PM IST৭২ বছর ব💛য়সী সীতারাম ইয়েচুরি এই মুহূর্তে দিল্লির এইমসের আইসিইউতে ভর্তি রয়েছেন।
৭২ বছর ব💛য়সী সীতারাম ইয়েচুরি এই মুহূর্তে দিল্লির এইমসের আইসিইউতে ভর্তি রয়েছেন।
দিল্লি এইমস-এ সংকটজনক অবস্থায় ভর্তি সিপিআইএম-এর সাধরণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বর্ষীয়ান এই বাম নেতা হাসপাতালে রেসপিরেটরি সাপোরཧ্টে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
৭২ বছর বয়সী সীতারাম ইয়েচুরি এই মুহূর্তে দিল্লির এইমসের আইসিইউতে ভর্তি রয়েছেন। তাঁর শ্বাসজনিত সমস্যা রয়েছে। জানা গিয়েছে, শ্বাসনালীতে তাঁর সংক্রমণ রয়েছে। সিপিআইএম পার্টির তরফে জানানো হয়েছে,'ডাক্তারদের মাল্টি ডিসিপ্লিনারি টিম নিবিড়ভাবে তཧাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে, এꦅই সময়ে তিনি সংকটজনক।'
গত ১৯ অগস্ট থেকে হাসপাতালে ভর্তি সীতারাম ইয়েচুরি। ♓তাঁর নিউমোনিয়ার মতো বুকে একটি সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে। গত ৩১ অগস্ট পার্টির তরফে জানানো হয়েছিল যে, তাঁকে শ্বাসজনিত সমস্যা ঘিরে তাঁর চিকিৎসা করা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলও নির্দিষ্ট করা হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই, বাম রাজনীতিতে অন্যতম মহীরুহ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর সীতারাম ইয়েচুরি একটি ভিডিয়ো পোস্টে তাঁর শোক প্রকাশ করেন। বাংলার বাম রাজনীতি তಌথা বাংলার সার্বিক রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্য একটি তাবড় নাম। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ করেছিলেন সীতারাম ইয়েচুরি।
( Visvakarma puja 𝓰2024: বিশ্বকর্মা পুজো ২০২৪-এ কবে পড়ছে? ১৭ নাকি ১৮ সেপ্টেম্বর🔥? দেখে নিন তারিখ)
এদিকে, জাতীয় রাজনীতি নিয়েও গত অগস্টে সীতারাম ইয়েচুরিকে বেশ সক্রিয় দেখা গিয়েꦫছে। ২৩ অগস্ট, এক বার্তায় তিনি জম্মু ও কাশ্মীরে ভোট নিয়ে তিনি ইন্ডি জোটের কংগ্রেস, সিপি আইএম, এনসির জোটকে সমর্থনের বার্তা দেন। গত ২৯ অগস্টও তিনি আবদুল গফুর নুরানির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন।
১৯৫২ সালের ১২ অগস্ট চেন্নাইতে জন্ম সীতারাম ইয়েচুরির। তেলুগু ভাষী পরিবারে জন্মানো সীতারামের আদিবাড়ি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া। বাবা সর্বেশ্বরা ছিলেন অন্ধ্রপ্রদেশের রোড ট্রান্সপোর্টের ইঞ্জিনিয়ার। এদিকে, হায়দরাবাদে বেড়ে ওঠা সীতারাম ইয়েচুরি পরবর্তীকালে উচ্চশিক্ষার্থে আসেন দিল্লিতে। রাজনীতির সঙ্গে তাঁর সক্রিয় দিনযাপন সেই দিল্লি-বাস থেকেই। সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতিতে স্নাতক হওয়া সীতারাম ইয়েচুরি জেএনইউতে ওই বিষয়েই স্নাতোকোত্তর পাশ করেন। দুটি ক্ষেত্রেই তিনি ‘ফার্স্ট ক্লাস’ নিয়ে পাশ করেন। পরবর্তীকা🌃লে জেএনইউতে অর্থনীতি নিয়ে তিনি পিএইচডি করেন।