এপ্রিল মাস শেষ হয়ে মে'তে পা রাখতে চলেছেন সকলে। আর প্রতি মাসের মতো মে'তেও অর্থ সংক্রান্ত নিয়ম পালটে যাচ্ছে। যা আমজনতার মানুষের পকেটে প্রভাব ফেলবে। সেই তালিকায় যেমন ব্যাঙ্কের চার্জের পরিবর্তন আছে🌼, তেমনই আছে স্পেশাল ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমের মেয়াদ বৃদ্ধি। আবার আছে ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তনেরও মতো বিষয়। আগামী ১ মে থেকে অর্থ সংক্রান্ত কোন কোন নিয়ম পালটে যাচ্ছে, সেটা দেখে নিন।
এলপিজি সিলিন্ডারের দামের হেরফের
সাধারণত প্রতি মাসের পয়লা দিনে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়ে থাকে। গত কয়েক মাস ধরে মোটামুটি নিয়ম করে মাসের পয়লা দিনেই ১🉐৯ কেজি বাণিজ্যিক গ্যাꦏস সিলিন্ডারের দাম হেরফের করা হয়েছে। তবে দীর্ঘদিনই মাসের পয়লা দিনে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হেরফের করা হয়নি।
HDFC ব্যাঙ্কের সিনিয়র কেয়ার FD-র সময়সীমা
শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য যে স্পেশাল ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিম চালু করেছে HDFC ব্যাঙ্ক, সেটার মেয়াদ বাড়িয়ে দিয়েছে🅰। ওই এফডি স্কিমে সুদের হার বেশ💮ি। আগামী ১০ মে পর্যন্ত HDFC ব্যাঙ্কের সেই এফডি স্কিমে বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা।
ICICI ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের চার্জের পরিবর্তন
চেকবুক, IMPS, স্টপ পেমেন্ট চার্জ, ECS বা NACH ডেবিট রিটার্নস-সহ বিভিন্ন পরিষ✨েবার ক্ষেত্রে চার্জের হ🍌েরফের করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। যে নয়া চার্জের বিষয়টি কার্যকর হবে ১ মে থেকে।
১) ডেবিটা কার্ডের বার্ষিক চার্জ: প্রতি বছরে ২০০ টাকা দিত𒁃ে হবে। গ্রামীণ এলাকার জন্য ꦐসেই অঙ্কটা হল ৯৯ টাকা।
২) চেকবুক: প্রতি বছর বিনামূল্যে 🦩২৫টি চেক মিলবে। তারপর থেকে প্রতিটি চেকের জন্য চার টাকা লাগবে।
৩) অ্যাকাউন্ট বন্ধ করতে কোনও টাকা লাগবে না।
৪) ১,০০০ টাকা পর্যন্ত IMPS-র ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্🃏য ২.৫ টাকা লাগবে। ১,০০১ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত হলে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে পাঁচ টাকা লাগবে। ২৫,০০১ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত𒁏 IMPS করা হলে প্রতিটি লেনদেনের জন্য ১৫ টাকা খরচ পড়বে।
৫) স্টপ পেমেন্ট চার্জ: চেকের ক্ষেত্রে ১০০ টাকা লাগবে। কাস্টমারಌ কেয়ার আইভিআর এবং নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনও অর্থ লাগবে না।
IDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তন
ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০,০০০ টাকার বেশি বিভিন্ন বিল (রান্নার গ্যাস, ইন্টারনেট, বিদ্য়ুতের বিভিন্ন বিষয়) মেটানো হবে, তখন চার্জ হিসেবে এক শতাংশ চার্জ ধার্য করা হবে। সঙ্গে যুক্ত হবে জিএসটি। LIC ক্লাসিক ক্রেডিট কার্ড, LIC সিলেক্ট ক্রেডিট কার্ড, FIRST প্রাইভেট ক্রেডিট কার্ডের ক্ষেত꧒্রে অবশ্য সেইসব চার্জ লাগবে না। আর যদি টাকার অঙ্কটা ২০,০০০ টাকার বেশি হয়, তাহলে বাড়তি ১৮ শতাংশ জিএসটি যুক্ত হবে।