চন্দ্রবাবু নাইডুর জনসভায় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈর🍰ি হল। তার জেরে ড্রেনে পড়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। আꦑহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কান্ডুকুরু টাউনে।
বুধবার রাত আটটা নাগাদ কান্ডুকুরু টাউনের সেই জনসভা ভাষণ দিতে শুরু করেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির (টিডিপি) সুপ্রিমো। যে জনসভায় দলের প্রচুর নেতা, কর্মী, সমর্থক হাজির ছিলেন। এক টিডিপি নেতা বলেছেন, 'নাইডুর ভাষণ শুনতে প্রচুর মানুষ এসেছিলেন। তার জেরে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যাঁরা গুন্ডামকাট্টা ড্রেনের কাছে দ꧂াঁড়িয়ে ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ড্রেনে পড়ে যান।'
দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। পুলিশের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান টিডিপি কর্মী, সমর্থকরা। এ♎ক টিডিপি নেতা বলেছেন, 'একজন যেহেতু অপরজনের উপরে পড়ে গিয়েছে, তাই দমবন্ধ হয়ে সাতজনে﷽র মৃত্যু হয়েছে। ছয়জনের গুরুতর চোট লেগেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করেছে পুলিশ।'
ইতিমধ্যে সাতজনের দেহ শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন - আত্মাকুরের দেবীনেনি রবীন্দ্র বাবু, কোন্ডাম🧔ুডুসুপালেমের কালাভাকুরি যণ্ডি, উলাভাপাডুর যতগিরি বিজয়, কান্ডুক🐻ুরুর কাকুমানি রাজা, গুল্লাপালেমের মারালাপাই চিন্না কোন্ডাইয়া এবং কান্ডুকুরুর পি পুরুষোত্তম।
আরও পড়ুন: Asansol Stampede: ♐আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত ৩, শুভে💝ন্দু মঞ্চ ছেড়ে বেরোতেই কম্বল নিতে হুড়োহুড়ি
সেই ঘটনার পরই ভাষণ থামিয়ে দেন নাইডু। আহতদের দেখতে হাসপাতালে চলে যান। যিনি পুরো ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাꦜ জানিয়েছেন। তিনি বলেন, 'এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমরা।' সেইসঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সন্তানদের পড়াশোনার খরচ প্রদান করবে টিডিপি। ওই জনসভাও বাতিল করে দেওয়া হয়। মৃতদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে দু'মিনিটের নীরবতা পালন করা হয় বলে জানিয়েছেন টিডিপি সুপ্রিমো।