সারা দেশ থেকে পড়ুয়ারা উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোটায় গিয়ে মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং নিয়ে থাকে। এরমধ্যে কিছু পড়ুয়া সফল হলেও অনেকেই ব্যর্থতার মুখোমুখি হয়ে হতাশায় ডুবে ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। যারফলে এই শহরে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা অনেক বেশি।কোটায় বিভিন্ন কোচিং সেনꦰ্টারের হস্টেলের ঘর থেকে প্রায়ই পড়ুয়াদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেরকমই একটি হস্টেলের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ছাত্রী। তবে অ্যান্টি হ্যাঙ্গিং ডিভাইস থাকায় এ যাত্রায় ছাত্রীর প্রাণ বাঁচল। রাজস্থানের কোটায় সম্ভবত এটিই প্রথম ঘটনা যেখানে অ্যান্টি হ্যাঙ্গিং ডিভাইসের কারণে এক পড়ুয়ারা জীবন রক্ষা পেল।
আরও পড়ুনঃ কোটাতে যেন মৃত্যুমিছিল, ভবিষ্যৎ গড়তে গি♋ꦚয়ে জীবন থেকেই বিদায় পড়ুয়াদের! রইল ৮ বছরের হিসেব
জানা গিয়েছে, ১৭ বছর বয়সি ওই ছাত্রী নিটের প্রস্তুতি নিতে কোটায় এসেছিলেন। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। জওহরনগরে🥂 অবস্থিত একটি হস্টেলে রুম নিয়ে কোচিং নিচ্ছেন। ওয়ার্ডেন অপারেটরকে জানান, একটি ঘরের ফ্যান নেমে এসেছে। এরপরই জানা যায় ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। জানা গিয়েছে, ছাত্রীটি বেশ কয়েকমাস ধরেই হতাশ রয়েছে। তার কাউন্সেলিং চলছে।
জানা গিয়েছে, ছাত্রীটি ৯ মাস ধরে কোটায় থেকে নিটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার দিন তিনি রাতের খাবার খ💟েয়ে নিজের ঘরে চলে যান। এরপরে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ছাত্রী নিজেই ফ্যান নেমে যাওয়ার কথা জানান।
হস্টেল অপারেটর জানান, শুক্রবার ওই ছাত্রী হস্টেলের ঘরে ফ্ꦺযানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ফ্যানে ঝুলতে শুরু করার সঙ্গেসঙ্গে ফ্যানটিও অ্যান্টি হ্যাঙ্গিং ডিভাইসের সঙ্গে নিচে নেমে যায় এবং ছাত্রীটি মাটিতে পড়ে যায়। সাধারণত ৪০ ক▨েজির বেশি ওজন হলেই অ্যান্টি-হ্যাঙ্গিং ডিভাইস কাজ করে। সেটি নিচে নেমে আসে। এরপরে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। হস্টেল অপারেটর ছাত্র কল্যাণ সমিতির পাশাপাশি পরিবারের সদস্যদের এ বিষয়টি জানান। বর্তমানে ওই ছাত্রীর কাউন্সেলিং করা হচ্ছে।