জামাই ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী। আর এবার সুধা মূর্তি নিজে রাজ্যসভার সদস্য হতে চলেছেন। জানা গিয়েছে, সমাজসেবা ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 'বিশিষ্ট নাগরিক' হিসেবে রাজ্যসভার সদস্য হিসেবে সুধা মূর্তিকে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই আবহে এবার সংসদের উচ্চকক্ষে প্রবেশ করতে চলেছেন ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা পদ্মভূষণে সম্মানিত লেখক সুধা মূর্তি। (আরও পড়ুন: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলে নিয়ে কম কথা বলার নির্দেশ 𓆉বিজেপির? শুরু জল্পনা)
আরও পড়ুন: 'আমি এই যুদ্ধের সৈনিক নই'ꦬ, রাজনীতি ছাড়বেনই, জানিয়ে দিলেন তৃণমূলের চিরঞ্জিৎ
আরও পড়ুন: মুখে ৩৫, তবে বাংলায়💞 আদতে কটা আসনে জিততে পারে BJP? বাস্তবিক হিসেব দিলဣেন শাহ
উল্লেখ্য, শিক্ষা এবং সাহিত্যের ক্ষেত্রে সুধা মূর্তি অনেক অবদান রেখেন বিগত বছরগুলিতে। ৭৩ বছর বয়সি সুধা মূর্তি প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানিতে কাজ শুরু করেছিলেন। পুণে, মুম্বই এবং জামশেদপুরে কাজ করেছিলেন তিনি। এরপরে ওয়ালচাঁদ গোষ্ঠীতে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এছাড়া বেঙ্গালুরু এবং ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে পড়াতেন তিনি। কন্নড়, ইংরেজি এবং মারাঠি মিলিয়ে প্রায় ৪০টিরও বেশি বই লিখেছেন সুধা মূর্তি। তাঁর লেখা সবচেয়ে জনপ্রিয় বইগুলির মধ্যে আছে ডলার বহু, রুনা, মহেশ্বতা, হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড... এছাড়াও একাধিক ইংরেজি এবং কন্নড় সংবাদপত্রে তিনি কলাম লিখেছেন। (আরও পড়ুন: অবশেষে মুখ্যমন্ত্রীর বাড়িতে সরকারি কর্মীরা, কেন্দ্র♐ের সঙ্গে এই রাজ্যে আরও বাড়ল)
আরও পড়ুন: মুকুটমণিকে বধূ নির্যাতন ইস্যুতে আক্রমণ শুভেন্দুর, মতুয়া গড়ে ঘুরবে খেল💝া?
আরও পড়ুন: ৭৫ হলেই কি প্রধানমন্ত্রীর পদ ꦐছাড়বেন মোদী? নমোর 'অবসর' ন♛িয়ে বড় আপডেট দিলেন শাহ
১৯৫০ সালে জন্ম নেওয়া সুধা ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান আছেন রোহন এবং অক্ষতা। অক্ষতার স্বামী ঋষি সুনক ব্রিটিশ প্রধানমন্ত্রী। সুধা মূর্তি ২০০৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ২০২৩ সালে সুধা মূর্তিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিককালে সমাজ সেবা মূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সুধা মূর্তি। ১৯৯৬ সালে তিনি ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া গেটস ফাউন্ডেশনের সদস্য ছিলেন তিনি। এছাড়া কর্ণাটকে তিনি একাধিক🀅 অনাথাশ্রম খুলেছেন। এছাড়া কর্ণাটকের গ্রামে গ্রামে বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্♍গে তিনি যুক্ত।