বিখ্যাত ব্যক্তিরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন সুযোগ-সুবিধা পান, তেমনই তাদের খ্যাতির বিলম্বনাও কম নয়। লেখিকা এবং ইনফোসিস ফাউন্ডেশন-এর চেয়ারপার্সন সুধা মূর্তি গত রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি পৃথক ঘটনার ক্ষেত্রে তার নামের অপব্যবহার সংক্রান্ত অভিযোগ এনেছেন। এই বিষয়ে অভিযোগটি দায়ের করেছেন তার কার্যনির্বাহী সহকারী মমতা সঞ্জয়। প্রথম ঘটনাটি উত্তর ক্যালিফোর্নিয়ার। এক্ষেত্রে উত্তর ক্যালিফোর্নিয়ার কন্নড় কুটা'র ৫০ তম বার্ষিকীতে উপস্থিত থাকার জন্য স🔥ুধা মূর্তিকে একটি আমন্ত্রণ পত্র দেওয়া হয়।
(আরো পড়ুন: NCERT New Panel: স্কুল পড়ুয়ারা কী পড়বে, ঠিক করবেন সুধা মূর্তি, শঙ্কর মহাদেবনরা,পাঠ্যব♏ই তৈরিতে নয়া প্যানেল)
সময়সূচির সমস্যার কারণে সুধা মূর্তি ওই আমন্ত্রণটি প্রত্যাখ্যান করেন। এরপরে তিনি ৩০ অগস্ট জানতে পারেন মূল ইভেন্টের প্রচারমূলক বিভিন্ন বিজ্ঞাপনে প্রধান অতিথি হিসেবে তার নাম এবং ছবি ব্যবহার করা হচ্ছে। এই প্রসঙ্গে কেকেএনসি'𓆏র আয়োজকরা মূর্তির অফিসে জানিয়েছেন, লাবণ্য নামে একজন মহিলা নিজেকে সুধা মূর্তির ব্যক্তিগত সহকারী বলে দাবি করেন এবং তার উপস্থিতি ওই অনুষ্ঠানে নিশ্চিত করেন। দ্বিতীয় ঘটনাটির ক্ষেত্রে শ্রুতি নামে একজন মহিলা জড়িত ছিলেন, যিনি ২৬ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মিট এন্ড গ্রিট ইভেন্টে অংশ নেবেন বলে বহু ব্যক্তির কাছ থেকে ৪০ ডলার করে সংগ্রহ করেছিলেন বলে অভিযো෴গ। মূর্তির অফিস এই বিষয়টি জানতে পেরে স্বভাবতই বিস্তিত হয়!
এই দুই অভিযোগের প্রেক্ষিতে বেঙ্গালুরু পুলিশ লাবণ্য এবং শ্রুতি নামে দুই মহিলার বিরুদ্ধে মামলা ঋজু করেছে। মিথ্যা ছদ্মবেশ ধারণ এবং কোনও অনুমোদনহীন ইভেন্টের প্রচার ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনের অধীনে অত্যন্ত গুরুতর অপরাধ। পুলিশ বর্তমানে এই দুই মহিলার সন্ধান শুরু করেছে। তাদের অনুমান মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারত যে কোনও স্থানেই তারা থাকতে পারে। সুধা মূর্তির অফিসের পক্ষ থেকে এই দুটি অভিযোগ ফলোআপ রাখার জন্য এফআইআর-এর একটি কপির অনুরোধ জানানো হয়েছে পুলিশের কাছে। এখন দেখার, এই দুই ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে ♛বেঙ্গালুরুর পুলিশ প্রশাসন।