ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে হাত মিলিয়েছে নাসা। গত মাসেই এই নিয়ে ইসরো প্রধান ডঃ এস সোমনাথ মুখ খুলেছিলেন। দুই ভারতীয়কে নাসায় প্রশিক্ষণের জন্যে পাঠানো হবে। তাঁদের মধ্যে থেকে একজনকে আন্তর্জাতিক স্পেস সেন্টারে পাঠাবে নাসা। আর এই প্রকল্পের বিষয়ে এবার নিজের মতামত ব্যক্ত করলেন ভারতীয় বংশোদ্ভূত নভোচর সুনীতা উইলিয়ামস। বর্তমানে তিনি আন্তর্জাতিক স্পেস সেন্টারে আছেন। এই আবহে তিনি বলেন, 'আমাদের ভবিষ্যৎ এর থেকে আর উজ্জ্বল হতে পারে না।' তিনি আরও বলেন, যে ভারতীয় নভোচর আন্তর্জাতিক স্পেস সেন্টারে আসবেন, তাঁর সঙ্গে দেখা করার জন্যে তিনি মুখিয়ে আছেন। (আরও পড়ুন: বাড়ল EPFO-র সুদের🎃 হার, সরকারেরꦦ সিদ্ধান্তে পকেট ফুলে উঠল ৭ কোটি চাকরিজীবীর)
আরও পড়ুন: 'টাকা নিয়ে চলে গিয়েছে', বিধবা স্মৃতিকে নি♕য়ে বিস্ফোরক শহিদ অংশুমানের বাবা-মা
আরও পড়ুন: UGC NET পরীক্ষা বাতিলের 'দরকারইܫ' ছিল না, CBI তদন্তে উঠে এল নয়া তথ্য
উল্লেখ্য, গগনযান অভিযানের জন্যে ভারত ইতিমধ্যেই চারজন নভোচরকে বেছে নিয়েছে। তাঁদের মধ্যে থেকেই দু'জনকে আমেরিকায় পাঠানো হবে নাসায় প্রশিক্ষণের জন্য। তাঁদের মধ্যে থেকে একজনকে মহাকাশ অভিযানে পাঠাবে নাসা। আইএসএস থেকে আমেরিকার স্বাধীনতা দিবসে দিল্লিতে মার্কিন দূতাবাসের উদ্দেশে ভিডিয়ো বার্তায় সুনীতা উইলিয়ামস বলেন, 'নক্ষত্র নিয়ে গবেষণার ক্ষেত্রে একসাথে কাজ করে অনেক সাফল্য পেয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের ভবিষ্যত একসাথে এর থেকে আর উজ্জ্বল হতে পারে না।' (আরও পড়ুন: তড়তౠড়িয়ে ল🍎াফাচ্ছে শেয়ার বাজার, তবে মাথায় হাত অপশন ট্রেডারদের, আপডেট দিল জেরোধা)
আরও পড়ুন: হাতে বন্দুক নিয়ে কৃষককে ভয় দেখাচ্ছেন IAS প🅺ূজা খেদকরের মা, ভাইরাল পুরনো ভিড😼িয়ো