প্রাক্তন বিচারপতি ও বিচারবিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ–সুবিধা না দেওয়ার অভিযোগে বাংলার মুখ্য সচিব–সহ মোট ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের সুপ্রিম কোর্টে তলব করলেন প্রধান বিচারপতি। আজকের মধ্যে ভাতা মিটিয়ে সশরীরে হাজিরা দিয়ে সেটা জানাতে হবে মুখ্যসচিবদের। এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুতরাং বাংলা এবং অন্যান্য রাজ্যের মুখ্যসচি💟বদের উপর চাপ তৈরি হল। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
এদিকে বিষয়টি এখ༒ানেই থেমে থাকছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাজিরা না দিলে মুখ্যসচিবদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ২৭ অগস্ট পশ্চিমবঙ্গ–সহ ১৮টি রাজ্যের মুখ্যসচিবকে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরার আবেদনও খারিজ করে দেন প্রধান বিচারপতি। এই ১৮টি রাজ্যের প্রাক্তন বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ–সুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বৈঠক তপ্ত হয়ে উঠল, যৌথ সংসদীয় কমিটিতে তুমুল বিতর্ক
অন্যদিকে অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়, সর্বোচ্চ আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও ন্যাশানাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি ও🐟 বিচারবিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি ১৮টি রাজ্য। তাই সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে মুখ্যসচিবদের আদালতে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এমন ঘটনা প্রকাশ্যে আসায় এই ১৮টি রাজ্য বেশ চাপে পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ, নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে মুখ্যসচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।