পঞ্জাবের প্রাক্তন💃 মুখ্যমন্ত্রী বিয়ান্ত সিংয়ের হত্যাকাণ্ডে ধৃত বব্বর খালসার জঙ্গি বলবন্ত রাজোয়ানার মৃত্যুদণ্ডের সাজা লাঘব করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, এই মামলায় বলবন্তের মৃত্যুদণ্ড লাঘবের আর্জি বিবেচনা কেন্দ্র করবে বলে জানায় স🔯ুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ১৯৯৫ সালে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে হত্যার দায়ে এই জঙ্গি গ্রেফতার হয়।
উল্লেখ্য, এই জঙ্গির মৃত্যুদণ্ডের সাজার কমতির আর্জি ঘিরে যে মামলা ছিল, তার শুনানি বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে হয়। এই বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কারোল ও বিক্রম নাথ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে যে দেরি করছে, সেটিকে গণ্য করা হতে পারে এভাবে, যে কেন্দ্রও এই মৃত্যুদণ্ড কমানোর পক্ষে ঝুঁকে নেই। তবে বেঞ্চ জানিয়েছে, কেন্দ্র ফের একবার এই আর্জি সময়মতো বিবেচনা করতে দেখতে পারে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এই বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কেন্দ্র করে ছিল। এর আগে, ২ মার্চ নিজের রায় স্থগিত রাখে কেন্দ্র। তার আগে, ২০২০ সালে রাজোয়ানা তার মৃত্যুদণ্ডের সাজা কমানোর আর্জি জানায়। এদিকে, বিয়ান্ত সিংকে খুনের মামলায় ২৬ বছর ধরে কারাবাসের সাজা ভোগ করছে বলবন্ত। এর আগে, ২০০৭ সালে সিবিআই আদালকতে দোষী সাব্যস্ত বলবন্তকে ফাঁসির সাজা শোনানো হয়। এরপর তার হয়ে ক্ষমা প্রার্থনা করে শিখ সংগঠন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। পরে ২০১৯ সালে বলবন্তের ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা লাগু করে কেন্দ্র। সেই বছর শিখ ধর্মগুরুর গুরুনানক দেবের ৫৫০ বছর জয়ন্তী উপলক্ষ্য🤡ে কেন্দ্র ওই পদক্ষেপ নেয়।
( নিখোঁজ ব্যক্তির দেহাবশেষ মিলল দুটি ๊কুমিরের পেট থেকে! হাড়হিম করা কাণ্ডে চাঞ্চল্য)
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ৩১ আগস্ট চণ্ডীগড়ে সচিবালয়ে বিস্ফোরণের ঘটনায় ১৭ জন নিহত হন। মৃত্যু হয় তৎকালীন পঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ান্ত সিংয়ের। বব্বর খালসা জঙ্গি সংগঠনের দিলবর সিং খালসা কোমরে বোমা বেঁধে 💫ওই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। পুলিশের হাতে ধরা পড়ে দিলবরের সহযোগী বলবন্ত। তার আগে, পঞ্জাব পুলিশের কনস্টেবল পদে ছিল বিয়ান্ত হত্যাকাণ্ডের দোষী সাব্যস্ত বলবন্ত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipꦡad.onelink.me/277p/p𝓰7me4aup