๊ রেলের জনমুখী একাধিক পরিষেবা ঘিরে তথ্য এবার একই ছাতার তলায় নিয়ে এসে ভারতীয় রেল চালু করল সুপার অ্যাপ। স্বরেল সুপার অ্যাপ’, রেল সংক্রান্ত নানান জিজ্ঞাসা, সমস্যার ‘ওয়ানস্টপ সলিউশন’! আপাতত এই অ্যাপের টেস্টিং চলছে। ফলে ১০০০ জনই এটি ডাউনলোড করতে পারবেন। পরে তা কলেবরে বেড়ে যাবে বলে আশা।
🥀অ্যাপটি সংরক্ষিত এবং অসংরক্ষিত টিকিট বুকিং, প্ল্যাটফর্ম এবং পার্সেল বুকিং, ট্রেন অনুসন্ধান, পিএনআর অনুসন্ধান এবং আরও অনেক কিছু পরিষেবাগুলিতে সহজভাবে উপলব্ধ করতে সাহায্য করবে। এমনই তথ্য জানিয়েছেন রেলের এক অফিসার। রেল বোর্ডের ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সংক্রান্ত এক্সিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার বলেন,' এটি শুধুমাত্র সমস্ত পরিষেবাগুলিকে এক জায়গায় একত্রিত করে না বরং ব্যবহারকারীদের ভারতীয় রেল পরিষেবাগুলির একটি সম্পূর্ণ প্যাকেজ প্রদান করার জন্য বেশ কয়েকটি পরিষেবাকে সংহত করে।' রেল বোর্ডের এক অফিসার বলেন,' মাত্র ১০০০ ব্যবহারকারী এটি ডাউনলোড করতে পারবেন এখন। আমরা কীরকম সাড়া পাচ্ছি তা মূল্যায়ন করে দেখব, তাপ পরে, এটি আরও ১০০০০ ডাউনলোডের জন্য উপলব্ধ করা হবে যাতে পরবর্তী পরামর্শ ও মন্তব্য পাওয়া যায়।' এদিকে, রেল বোর্ডের সদস্য দিলীপ কুমার জানিয়েছেন,'রেলওয়ে মন্ত্রকের পক্ষ থেকে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS), ৩১-০১-২০২৫ তারিখে বিটা টেস্টিংয়ের জন্য জনসাধারণের জন্য সুপার অ্যাপটি প্রকাশ্যে এনেছে।'
রেল বাজেট সংক্রান্ত তথ্য:-
💜এদিকে, আজ শনিবারই প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় বাজেট। সেখানে আলাদা করে সকলের নজরে ছিল রেল বাজেট। পর পর রেল দুর্ঘটনা, যাত্রী নিরাপত্তা সহ একাধিক কাণ্ডে যখন রেল ঘিরে নানান প্রশ্ন উঠছে, তখন এই নিয়ে পর পর এই বছর রেলে বাজেট বরাদ্দ রইল ২.৫২ লক্ষ কোটি টাকা। রেল বাজেট নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন,' আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে, রেলের উন্নয়নে সমর্থন জানানোর জন্য। রেলের মূলধনী ব্যয় বিপুল, ২.৫২ লাখ কোটি জিবিএস খুবই দরকার ছিল। '