গেরুয়া সুনামিতে ওড়িশায় ধুয়ে মুছে সাফ বিজেডি। নবীন যুগের অবসান ঘটিয়ে প্রথমবার সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। নতুন সরকারের শপথ গ্রহণ কবে হবে? তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে দল। বিজেপির তরফে জানানো হয়েছে, আগামী ১০ জুন ভুবনেশ্বরের জনতা ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আর এই শপথ গ্রহণ⭕ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, দলের অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে এনডিএ জোটের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
আরও পড়ুন: ৬০ শতাংশ কমিয়েছি দারিদ্র্য, বিদায়বেলায় বিজ꧃েডির অবদানে📖র কথা স্মরণ নবীনের
লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন হয়েছে ওড়িশায়। ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী এবং বিজেপির অন্যান্য নেতারা ঘোষণা করেছিলেন- বিজেপি সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে ১০ জুন শপথ গ্রহণ হবে। সেইমতো আগামী ১০ জুন শপথ গ্রহণের দিন ঠিক করা হয়েছে। উল্লেখ্য, লোকসভায় ২১টি আসনের মধ্যে একটিও জিততে পারেনি বিজেডি। বিজেপি পেয়েছে ২০টি আসন। ১টি আসন পেয়েছে কংগ্রেস। বিধানসভায় ১৪৭টি আসন বিশিষ্ট ওড়িশা বিধানসভাতেও ৭৮টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। ৫১টি আসন পেয়েছে বিজেডি। অন্যদিকে, কংগ্রেস পেয়েছে ১৪টি। বাকিরা ৪টি। অর্থাৎ বিরোধীদের সঙ্গে জোট করেও ওড়িশায় সরকার গঠন করা বিজেডির পক্ষে সম্ভব নয়। ফলে সেখানে বিজেপিই সরকার গড়ছে।ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ
যদিও ওড়িশায় বিজেপির তরফে কাকে মুখ্যমন্ত্রী করা হবে? সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বিজেপি নেতারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিধায়কদের সঙ্গে কথা বলতে শীর্ষ নেতৃত্ব ওড়িশায় আসবেন। তাঁরাই এবিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী পদের দাবিদার রয়েছেন। তার মধ্যে রয়েছেন- প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দলের সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পান্ডা, প্রবীণ নেতা সুরেশ পূজারী, সাংসদ সম্বিত পাত্র, প্রাক্তন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম⛦, প্রাক্তন চিফ হুইপ মোহন মাঝি প্রমুখ।