উৎসবের মরশুমে কাশ্মীরের গান্দেরবাল রক্তাক্ত হয়ে উঠল। সেখানে জঙ্গি হামলায় ২ শ্রমিকের মৃত্যু হয় বলে💯 প্রাথমিক খবরে জানা গিয়েছিল। জঙ্গিদের গুলিতে আহত হয়েছিলেন ২ শ্রমিক। পরে আঘাতের জেরে মৃত্যু হয় একাধিক শ্রমিকের। শেষ পাওয়া খবরে এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে আহত ৫। জানা গিয়েছে, একটি শ্রমিকদের ক্যাম্পকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালিয়েছে। ঘটনা ঘিরে নিঃসন্দেহে ফের একবার চাঞ্চল্য তৈরি হয়েছে।
সদ্য সমাপ্ত হয়েছে কাশ্মীরে ভোটপর্ব। নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী পদে বসেছেন ওমর আবদুল্লা। কাশ্মীরে আজই প্রথমব𒈔ারের জন্য আন্তর্জাতিক ম্যারাথন আয়োজিত হয়, যেখানে যোগ দিয়েছিলেন খোদ সেখানের মুখ্যমন্ত্রী। এমন এক দিনে, দেশের নানান প্রান্তে করবা চৌথও পালিত হচ্ছে, সেই উৎসবের আবহে আজ ফের একবার গুলি চলল কাশ্মীরে। জঙ্গিদের গুলিতে এক নির্মাণ কাজের সঙ্গে জড়িত ২ শ্রমিকের মৃত্যু হয়। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনা।
জানা গিয়েছে, আহতদের কানগান সাবডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। যে এলাকায় এই গুলি চলেছে, সেটি গভীর জঙ্গলের এলাকা বলে খবর। তবে♒ নিরাপত্তা বাহিনী দ্রুততার সঙ্গে সেখ𝓀ানে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।
(Khaled Mashal-Hamas: সিনওয়ারের মৃত্যুর পর হামাসের প্রধান খালেদ মশাল! এককালে বিষ দিয়েও মারতে꧙ পারেনি ইজরায়েল )
( Delhi School Blast Update:দিল্লির স্কুল🥀ের কাছে বিস্ফোরণে রহস্যময় পাউডার খতিয়ে দেখছে ফরেন্সিকཧ টিম, প্রকাশ্যে CCTV ফুটেজ)