খুব সম্ভবত আগামী বছরই লঞ্চ হতে চলেছে ভারতের প্রথম সৌর মিশন। ২০২০ সালে এই মিশন লঞ্চ হওয়ার কথা থাকলেও কোভিডেরে জেরে তা পিছিয়ে যায়। এই আবহে ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে এই মিশন লঞ্চ করতে পারে বলে জানিয়েছে ইসরো। এই মিশনে ভারতের মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র এক্সপোস্যাটও ইসরোকে সাহায্য করবে। সুপারনোভা ও পালসারের মতো মহাজাগতিক উৎসগুলি পর্যবেক্ষণের ক্ষেত্রে সাহায্য করবে এক্সপোস্যাট।ইসরোর এই সৌর মিশনের নাম দেওয়া হয়েছে আদিত্য এল ১। হিউম্যান স্পেসফ্লাইট সেন্টারের পরিচালক ডঃ উন্নিকৃষ্ণন নায়ার জানিয়েছেন, এই মিশন সফল হলে মহাবিশ্বের উৎপত্তি এবং অন্যান্য অনেক অজানা তথ্যের উফর আলোকপাত করা সম্ভব হবে বৈজ্ঞানিকদের পক্ষে।এই মিশনে ইসরোর লক্ষ্য হবে পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে আদিত্য এল ১ মহাকাশযানটিকে পাঠানো। সেই স্থানে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী একটি বিন্দু মহাকর্ষীয় টান অনেকটাই কম। সেটি মহাকাশে পার্কিং এরিয়ার মতো। সেখান সেই মহাকাশ যানকে অবস্থান করানোর মাধ্যমেই যাবতীয় গবেষণা চালাবেন বিজ্ঞানীরা।এই মিশনের জন্য তৈরি এসএসএলভি রকেটটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ৩০ কোটি টাকা। মাত্র সাতদিনে ছয়জন বিজ্ঞানী এই রকেটটি একত্রিত করে লঞ্চের উপযুক্ত করে তুলতে পারেন। এদিকে সৌর অভিযানের পাশাপাশি ইসরোর চন্দ্রাভিযানও পিছিয়ে গিয়েছিল কোভিডের জেরে। সেই মিশনও ২০২২ সালের শেষ ভাগে বা ২০২৩ সালের প্রথমদিকেই লঞ্চ করা হতে পারে।