বাংলাদেশে বিশাল বিক্ষোভ সমাবেশ করল হিন্দুরা। শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে জমায়েত করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিচার সহ একাধিক দাবিতে এদিন লালদিঘির ময়দানে বিক্ষোভ সমাবেশ করে হিন্দু সম্প্রদায়। এদিন সেখান থেকেই তারা হুঁশিয়ারি দিয়েছেন, অন্তর্বর্তী সরকার অবিলম্বে তাদের দাবি পূরণ না করলে ঢাকার উদ্দ💛েশ্যে তারা মিছিল করবে। সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’-র তরফে এদিন এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তাতে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ এ দিন এখানে জমায়েত করেন। এটিই ছিল এ মাসে হিন্দুদের সবচেয়ে বড় বিক্ষোভ।
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুরা লড়ছেন, ভﷺারতে আসার চেষ্টা করছেন না, দাবি অসমের মুখ্য়মন্ত্রীর
বাংলাদেশের হিন্দুরা অন্তর্বর্তী সরকারের কাছে যে আটটি দাবি জানিয়েছে সেগুলি হল- প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে আর সেই সঙ্গে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও, দেরি না করে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক গঠন এবং সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ করতে হবে। এছাড়াও তারা সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের আধুনিকীকরণ এবং দুর্গাপুজোর জন্য ৫ দিনের ছুটির দাবিও জানিয়েছে। প্রসঙ্গত, এর 🌱আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, সরকার তাদের দাবি শুনেছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দুর্গাপুজোর জন্য ২ 💧দিনের ছুটি ঘোষণা করেছে।
শুক্রবার সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের তরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি হিন্দুদের উৎখাত করে শান্তিতে থাকার চেষ্টা করে তাহলে বাংলাদেশের ভূমি আফগানিস্তান, সিরিয়াতে পরিণত হবে। বাংলাদেশের কোনও গণতান্ত্রিক শক্তি সাম্প্রদায়িক আচরণ করে রাজনীতি করার সুযোগ পাবে না। এদেশে বারবার ক্ষমতার পরিবর্তন হচ্ছে স্থিতিশীলতা আসছে না। তিনি জানান, সবকিছুর সম্মান বোধ হারিয়ে যাচ্ছে, হিন্দুদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। নানাভাবে অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। কোনওভাবেই💜 তা মেনে নেওয়া হবে না। তিনি এদিনের সমাবেশ থেকে আরও জানান, ‘যদি কেউ অপরাধমূলক কাজকর্মে জড়িত থ𝔍াকে তাহলে সেই সমস্ত হিন্দুদের যদি শাস্তি দেওয়া হয় তাহলে আমরা বিরোধিতা করব না। কিন্তু, বেছে বেছে নিরপরাধ হিন্দুদের অভিযুক্ত করা হচ্ছে। তা কিছুতেই মেনে নেওয়া হবে না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্রের নামে প্রহসনকে মেনে নেওয়া হবে না।