বাংলা নিউজ > ঘরে বাইরে > Three Russian's Death in Odisha: কয়েকদিনের ব্যবধানে ওড়িশায় মৃত্যু তিন রাশিয়ানের, কী বলছে বিদেশ মন্ত্রক?
কয়েকদিনের ব্যবধানে এক আইনপ্রণেতা সহ মোট তিনজন রাশিয়ানের মৃত্যু ঘটেছে ওড়িশায়। এই নিয়ে এবার মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক। বহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ওড়িশায় তৃতীয় রুশ নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করে নেন। তবে তিনি বলেন, 'এই তিনটি মৃত্যুকে এক সূত্রে গাঁথা উচিৎ নয়।' তাঁর কথায়, ভারতে বহু বিদেশি নাগরিক ঘুরতে আসেন। তাঁদের মধ্যে অনেকেই রুশ নাগরিক। তাঁর কথায়, 'দুই রুশ নাগরিকের মৃত্যুর তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন আমরা তৃতীয় এক রুশ নাগরিকের মৃত্যুকর খবর পেয়েছি। তিনি নাবিক। তবে তাঁর মৃত্যু আন্তর্জাতিক জলসীমায় হয়েছে। তাঁর দেহ পারাদ্বীপ বন্দরে নিয়ে আসা হয়েছে। এই তিনটি মৃত্যুর ঘটনাকে আমি এক সূত্রে গাঁথতে ইচ্ছুক নই।' (আরও পড়ুন: সহযাত্রীর গায়ে মত্ত ব্যক্তির টয়লেট করার পিছ🌟নে বিমানকর্মীদের ‘দোষ’ দেখছেন জেট CEO)