চিনের সঙ্গে সীমান্ত বিবাদের পর থেকে তৃতীয় দফায় পাবজি-সহ ১১৮ টি মোবাইল অ্যাপের নিষেধাজ্ঞা চাপাল কেন্দ্র। ফলে গত ৬৬ দিনে ক্লোন অ্যাপ-সহ ২২৪ টি চিনা অ্যাপ নিষিদ্ধ তালিকায় যুক্ত হল।বুধবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ঝুঁকির মাত্রা’ বিবেচনা করে ১১৮ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। যা ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার, ভারতের প্রতিরক্ষা, দেশের সুরক্ষা ও আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক’।একনজরে দেখে নিন বুধবার যে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে, সেই তালিকা - চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যে প্রথমবার চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা চাপানোর পথে হেঁটেছিল কেন্দ্র। গালওয়ান সংঘর্ষের ঠিক ১৪ দিনের মাথায় অর্থাৎ গত ২৯ জুন টিকটক-সহ ৫৯ টি অ্যাপ ব্যান করে প্রথম ‘ডিজিটাল স্ট্রাইক’ চালিয়েছিল ভারত।দেখে নিন সেই ৫৯ টি অ্যাপের তালিকা -১) TikTok ২) Shareit৩) Shein৪) UC Browser৫) Helo৬) Kwai৭) Clash of Kings৮) YouCam makeup৯) Baidu map১০) DU battery saver১১) Newsdog১২) Club Factory১৩) WeChat১৪) Beutry Plus১৫) Likee১৬) Virus Cleaner১৭) Mi Community১৮) CM Browser১৯) APUS Browser২০) UC News২১) ROMWE২২) Weibo২৩) QQ Mail২৪) ES File Explorer২৫) Viva Video — QU Video Inc২৬) Meitu২৭) Vigo Video২৮) New Video Status২৯) DU Recorder৩০) Mail Master৩১) Parallel Space৩২) Xender৩৩) QQ Music৩৪) QQ Newsfeed৩৫) Vault- Hide৩৬) Cache Cleaner DU App studio৩৭) DU Cleaner৩৮) DU Browser৩৯) Hago Play With New Friends৪০) Cam Scanner৪১) Clean Master — Cheetah Mobile৪২) Bigo Live৪৩) SelfieCity৪৪) Mi Video Call — Xiaomi৪৫) WeSync৪৬) Wonder Camera৪৭) Photo Wonder৪৮) QQ Player৪৯) We Meet৫০) Sweet Selfie৫১) Baidu Translate৫২) Vmate৫৩) QQ International৫৪) QQ Security Center৫৫) QQ Launcher৫৬) U Video৫৭) V fly Status Video৫৮) Mobile Legends৫৯) DU Privacyসেই কড়া পদক্ষেপের পর দ্বিতীয় দফায় ২৮ জুলাই আরও ৪৭ টি অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র। সেবার মূলত আগের ৫৯ টি অ্যাপের ক্লোন ছিল। সেই তালিকায় ছিল - Tiktok Lite, BIGO LIVE Lite, VFY Lite, Helo Lite, SHAREit Lite-এর মতো অ্যাপ।