গতকালই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানকে দলে নিয়েছে বিজেপি। এই আবহে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র বিজেপিকে তোপ দেগে মন্তব্য করলেন, এই রেটে তো বিজেপি আমাকেও দলে নিতে চাইবে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মহুয়া লেখেন, 'আমি ভেবেছিলাম, ২০২৪ সালের নির্বাচনে ৪০০টি আসন ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছেন রাম লালা। তাহলে বিজেপি কেন মরিয়া হয়ে এমন সব নেতাদের দলে নিচ্ছে, যাদের তারা নিজেরাই 'দুর্নীতিগ্রস্ত' বলে নিন্দা করে এসেছে?' (আরও পড়ুন: রবীন্দ্রনকে সরাতে এবার বাইজুসকে NCLT টেনে ন🍷িয়ে যেতে পারেন বিনিয়োগকারীরা!)
আরও পড়ুন: পেটিএ😼ম-এ কী করা যাবে আর কী করা ꦇযাবে না? NPCI-এর সাথে আলোচনায় RBI
প্রসঙ্গত, ইউপিএ জমানায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীন আদর্শ আবাসন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল অশোক চহ্বানের। সম্প্রতি নির্মলা সীতারামনের শ্বেতপত্রেও সেই কেলেঙ্কারꦉির উল্লেখ ছিল। তবে সেই অশোক চহ্বানই মঙ্গলবার বিজেপিতে যোগ দেন। উল্লেখ্য, আদর্শ দুর্নীতি মামলায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তৎকালীন মন্ত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছিল বম্বে হাই কোর্ট। প্রসঙ্গত, দক্ষিণ মুম্বইয়ের কোলাবার অভিজাত এলাকায় তৈরি হয়েছিল আদর্শ আবাসন। কার্গিল যুদ্ধে শহিদ সেনাদের স্ত্রী ও ভারতীয় সেনা বাহিনীর সদস্যদের জন্য তৈরি করা হয়েছিল এই আবাসন। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে 𒁏এই প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে, অবৈধ ভাবে নিজেদের নামে সেই আবাসনে ফ্ল্য়াট নিয়েছিলেন মহারাষ্ট্রের তৎকালীন মন্ত্রী-আমলারা।
আরও পড়ুন: শুধু ডিএ বৃদ্ধি নয়, বাড়বে বেতন𒅌ও? বিধানসভায় পে কমিশনের সঙ্গে বৈঠক মুখ♑্যমন্ত্রীর