সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তোলপাড় হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। কখনও ট্যাবলো বিতর্ক আবার কখনও হলোগ্রাফিক মূর্তি উধাওকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এবার বিদেশে থাকা নেতাজি সম্পর্কিত বিভিন্ন তথ্য ফাইল এ দেশে আনার বিষয়ে সংসদে সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। বৃহস্পতিবার রাজ্যসভার বিশেষ পর্বে এবিষয়টি উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, চিন, রাশিয়া, জাপান, আমেরিকা, ব্রিটেন প্রভৃতি দেশে নেতাজি সম্পর্কিত বহু তথ্য রয়েছে। এছাড়াও, জাপানে থাকা চিতাভষ্ম আদৌও নেতাজি সুভাষচন্দ্র বসুর কি না তা নিয়ে বিতর্ক বহুদিনের। এই সমস্ত তথ্য বা ফাইল বিদেশ থেকে ভারতে আনার ব্যাপারে কেন্দ্র সরকার কেন উদ্যোগ নিল না? মূলত সেই সমস্ত বিষয়ে কেন্দ্রী সরকারকে একের পর এক আক্রমণ করেন জহর সরকার। এদিন বিদেশমন্ত্রককে তিনটি বিষয়ে লিখিত প্রশ্ন করেন জোহর সরকার।জাপানের রেনকোজি মন্দিরে থাকা চিতাভষ্ম নেতাজি সুভাষচন্দ্র বসুর কিনা তা নিয়ে ডিএনএ পরীক্ষা করিয়ে বিষয়টির সমাধান করতে কেন্দ্র সরকার কেন তৎপর হচ্ছে না? সে বিষয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন আমলা।তেমনই তাঁর প্রশ্নের মধ্যে উঠে এসেছে নেতাজির হলোগ্রাফিক মূর্তি উধাও হয়ে যাওয়ার বিষয়টি। কি কারণে এরকম হচ্ছে ? তা জানতে চান তিনি। তাঁর আরও প্রশ্ন, ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তি তৈরিতে কত খরচা করছে কেন্দ্র? সেই কাজ সম্পন্ন করার সময়সীমাও জানতে চান তৃণমূল সাংসদ।