মল্লিকা সোনি
সন্ত্রাসবাদী হানা সম্পর্কে কোনও সম্প্রচার করা যাবে না। পাকিস্তানের টিভি চ্যানেলে লাগাম পড়িয়ে দিল পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। কার্যত এনিয়ে নিষেধাজ্ঞাই জারি করা হয়েছে। পাকিস্তানে দ্য় নিউজ ইন্টারন্যাশানাল নিউজপেপার এনিয়ে রিপোর্টিং করেছে। রিপোর্টে একটি নোটিফিকেশনের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হ🔥য়েছে, স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোকে বার বার বলা হয়েছে ইলেকট্রনিক মিডিয়া কোড অফ কন্ডাক্ট-২০১৫মেনে চলতে হবে। কিন্তু সেটা মানা হয়নি। এটা উদ্বেগের।এমনকী সাংবাদিকতার সাধারণ নিয়মগুলোও মানা হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে। শুধু মাত্র ব্রেকিং নিউজের নাম করে নিজের কৃতিত্ব নিতে চাইছে টিভি চ্যানেলগুলো।
এদিকে ওই নিয়ন্ত্রক সংস্থার তরফে বলা হয়েছে, চ্যানেলগুলি ক্রাইম সিনের 🅘লাইভ ইমেজ দেখিয়ে দিচ্ছে। এ𒐪ভাবে সাংবাদিকতার স্বাভাবিক নিয়মকে লঙ্ঘন করছে একাধিক টিভি চ্যানেল।
এমনকী সংস্থার 💜তরফ🅠ে বলা হয়েছে, স্যাটেলাইট টিভি চ্যানেলের স্টাফেদের নিজেদের নিরাপত্তার দিকেও খেয়াল নেই। আবার তারা উদ্ধারকাজে ও কমব্যাট অপারেশনেও বাধা তৈরি করছে। এমনকী একাধিক নিউজ চ্যানেল যাচাই না করে, সম্ভাব্য খবর চালিয়ে দিচ্ছে। আবার স্পটে থাকা সিকিউরিটি এজেন্সির সঙ্গে কথা না বলেই এসব করছে।
এমনকী সংস্থার তরফে দাবি করা হয়েছে, এই ধরনের রিপোর্টিং দেশের পাশাপাশি বিদেশের দর্শকদের কাছে অন্যরকম বার্তা নিয়ে আসছে। এতে আবার জঙ্গিদেরও লাভ হয়ে যাচ্ছে। তারা মিডিয়াকে রাজনৈতিক বꦬ⛄িজ্ঞাপনের জায়গা হিসাবে ব্যবহার করছে। তারা এর মাধ্যমে নিজেদের প্রচারও করে ফেলছে।
এমনকী নিয়ন্ত্রক সংস্থার দাবি, এই ধরনের খবর সম্প্রচার করা হলে সন্ত্রাসবাদীদের সংগঠনগত ভাবে সুুবিধা হয়। কারণ তারা তাদের অস্তিস্ত্ব সম্পর্কে জানান দিতে পারে। এমনকী তারা বুঝিয়ে দিতে পারে তাদের শক্তি কতটা। তাদের প্রতিযোগী শক্তিকে তারা কতটা টেক্কা দিতে পারে সেটাও তারা জানিয়ে༺ দিতে পার🧜ে। মিডিয়া কভারেজের মাধ্যমে সেই সুবিধাটা তারা পেয়ে যাচ্ছে। আর সেই নিরিখে সন্ত্রাসবাদী হানার খবর সম্প্রচারের ক্ষেত্রেဣ নিউজ চ্যানেলগুলির কাছে নিষেধাজ্ঞা জারি করল পাক𒉰িস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT A♕pp বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup