নাইজেরিয়ার মাদকবিরোধী সংস্থা রবিবার লাগসের এক গুদাম থেকে ১.৮ টন কোকেন বাজেয়া✃প্ত করেছে, টাকার অংকে যার মূল্য প্রায় দুই হাজার ৮৬৫ কোটি৷ একে দেশের ইতিহাসে কোকেন বাজেয়াপ্তর সবচেয়ে বড় ঘটনা বলা হচ্ছে৷ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জাജনিয়েছে ‘ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি'৷
আরও পড়ুন: ইউক্র💃েনের পরমাণুকেন্দ্রের সামনে ফের রাশিয়ার আক্রমণ
এর মধ্যে একজন ওই গুদামের ব্যবস্থাপক, বাকি চারজন ‘মাদক সম্রাট'৷ আটককৃতরা একটি আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সদস্য এবং ২০১৮ সাল থেকে🔴 তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল বলেও জানিয়েছে সংস্থাটি৷ যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন তদন্তে সহায়তা করেছে৷ ইউরোপ, এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলে মাদক বিক্রির সময় তাদের ধরা হয়৷ মাদকগুলো ১০টি ভ্রমণ ব্যাগ ও ১৩টি ড্রামে পাওয়া গিয়েছে৷
পশ্চিম আফ্রিকায় গত বছর থেকে মাদক উদ্ধারের ঘটনা বাড়ছে৷ এ বছরের এপ্রিলে আইভরিকোস্টে দুই টনের বেশি এবং কেপ ভার্দেতে সাড়ে নয় টন কোকেন উদ্ধার করা হয়৷ ল্🙈যাটিন অ্যামেরিকা ও ইউরোপের মধ্যে মাদক পাচারের রুট হিসেবে আফ্রিকাকে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷