বাংলা নিউজ > ঘরে বাইরে > Janmashtami: বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে অত্যাধিক ভিড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু ২ ভক্তের
জন্মাষ্টমী উৎসব পালন করতে গিয়ে প্রবল ভিড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল দুই পুণ্যার্থীর। এছাড়াও অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ৬ জন পণ্যার্থী। ঘটনাটি ঘটেছে বৃন্দাবনের বাঙ্কি বিহারী মন্দিরে। গতকাল মধ্যরাতে বৃন্দাবনের বাঙ্কꩵি বিহারী মন্দিরে ‘🍷মঙ্গলা আরতি’ চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্✤রে জানা গিয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে ভগবান বাঙ্কি বিহারীর ভক্তদের ব্যাপক ভিড় জমতে শুরু করে মন্দির চত্বরে। মথুরার পুলিশ সুপার অভিষেক যাদব জানান, ভক্তদের ২ এবং ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং ১ ও ৪ নম্বর গেট দিয়ে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়েছিল। ৪ নম্বর গেটে ব্যাপক ভিড় হয়েছিল। সেখানেই ভিড়ের চাপে কমপক্ষে ৮ জন ভক্ত অজ্ঞান হয়ে যান। ভিড়ের চাপে তাদের বের করতে অনেক সময় লেগে যায়। পরে দুজনের মৃত্যু হয়। পꦯরিস্থিতি দেখে ৪ নম্বর গেট বন্ধ করে দেয় পুলিশ।