পয়গম𒈔্বর নিয়ে মন্তব্যে বিতর্কে নূপুর শর্মার সমর্থনে পোস্ট করেছিলেন। পরিবার সূত্রে খবর, কিছু না জেনেই সেই পোস্ট হোয়্যাটসঅ্যাপে ফরোয়ার্ড করেছিল কানাহাইয়া লালের আট বছরের ছেলে। তারপরই উদয়পুরে আইসিস জঙ্গিদের মতো ধারালো অস্ত্র দিয়ে কানাহাইয়ালারের মুণ্ডচ্ছেদ করে দুই ব্যক্তি। এমনটাই জানানো হয়েছে ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে।
‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে জানানো হয়েছে, কানাহাইয়ালারের পরিবারের সদস্য জানিয়েছেন, নূপুর শর্মা সংক্রান্ত যে পোস্ট করেছিলেন ওই ব্যক্তি, তা কিছু না জেনেই হোয়্যাটসঅ্যাপে ফরোয়ার্ড করেছিল আট বছরের ছেলে। কয়েকজন কট্টরপন্থ🍬ীর চোখে পড়ে সেই পোস্ট। তারপরই কট্টরপন্থীদের রোষানলে পড়েন কানাহাইয়া লাল।
(Udaipur Crime Liv🧜e Upd🦩ates: উদয়পুরে নৃশংস হত্যা সংক্রান্ত লাইভ আপডেট দেখুন এখানে)
গত ১৭ জুন কানাহাইয়া লালকে খুনের হুমকি দিয়ে ভিডিয়ো প্র🍬কাশ করে এক অভিযুক্ত রিয়াজ আটারি। সেই ভিডিয়োটি ফেসবুক এবং উদয়পুরের বিভিন্ন হোয়্যাটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়ে গিয়েছিল। ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, সেই ভিডিয়োর প্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন কানাহাইয়া লাল। পুলিশি নিরাপত্তা চেয়েছিলেন। হুমকি পাওয়ার পর ছয়দিন দোকানও খোলেননি। মঙ্গলবারই প্রথম দোকান খুলেছিলেন। সেদিনই তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।