প্রশ্নপত্র ফাঁসের জন্য ইউজিসি নেট পরীক্ষা বাতꦫিল করে দেওয়া হয়েছিল। পরে সেই পরীক্ষার নয়া সূচি ঘোষণা করা হয়। সেই অনুযায়ী, আগামী ২১ অগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর এবার নেটের সময়সূচিতে পরিবর্তন করা হল। যদিও কেন সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে তার কারণও জানানো হয়েছে।
আরও পড়ুন: UGC NET পরীক্ষা বাতিলের 'দরকারই' ▨ছিল না, CBI তদন্তে উঠে এল নয়া তথ্য
মূলত ২৬ অগস্টের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। তার বদলে ওই দিনের পরীক্ষা হবে পরের দিন ২৭ অগস্ট। এর কারণ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে যেহেতু ২৬ অগস্ট শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী রয়েছে ফলে স্বাভাবিকভাবেই ওই দিন🐻 ছুটি। সেই কারণে ২৬ অগস্টের পরীক্ষার্থীর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, ২৬ অগস্ট দর্শন, হিন্দি, নেপালি, মণিপুরি, অহমিয়া, সাঁওতালি-সহ অন্যান্য ভাষার෴ পরীক্ষার কথা ছিল।
প্রসঙ্গত, ১৮ জুন দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ইউজিসি নেট (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর আয়োজন করা হয়েছিল। তবে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় ঠিক পরদিনই বাতিল করে দেওয়া হয় পরীক্♚ষা। পরে চলতি মাসের প্রথমের দিকে নতুন বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে দেশ জুড়ে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হবে। কম্পিউটার বা সিবিটি মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা। এ বার মোট ৮৩টি বিষয়ের উপর নেওয়া হচ্ছে ইউজিসি নেট। পরীক্ষার্থীরা তাঁদের এগজ়াম সিটি স্লিপ নির্ধারিত ওয়েবসাইট থেকে পরীক্ষার ১০ দিন আগে সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার সিটি ইনটিমেশন স্লিপ ডাউনলোড করতে বা চেক করতে কোনও অসুবিধার সম্মুখীন হলে এনটিএ-র হেল্পলাইন ০১১-৪০৭৫৯০০০ নম্বরে ফোন করতে পারবেন বা [email protected]এ ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
আরও পড়ুন: ♎UGC নেট-এর প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহারের গ্রামে CBI ঢুকতেই♓ হেনস্থার শিকার
সর্বশেষ আপডেট এবং তথ্যের জন্য প্রার্থীদের নিয়মিত এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট দেখতে অনুরোধ করছে কর্তৃপক্ষ। এর অফিসিয়াল ওয়েবসাইট হল- //ugcnet.n🔯ta.ac.in এবং www.nta.ac.in।