এবারের বাজেটে আমজনতার আকাঙ্খা পূরণের সবরকমের চেষ্টা করা হবে। আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরে🐲ন্দ্র মোদী। তাঁর বক্তব্য, বর্তমানে বিশ্বের অর্থনীতির যা হাল, তাতে ভারতের সাধারণ বাজেটের দিকে পুরো বিশ্ব তাকিয়ে থাকবে।
মঙ্গলবার থেকে সংসদের বাজেট অধিবেশন (Parliament's Budget Session 2023) শুরু হচ্ছে। আজ আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হবে। আগামিকাল পেশ করা হবে সাধারণ বাজেট। যা ২০২৪ সালের লোকসভা ভোটের আগে দ্বিতীয়⛦🌌 মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। সেই বাজেটের মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশবাসীর আকাঙ্খা পূরণের সবরকমের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন মোদী।
আরও পড়ুন: Daily News LIVE - ‘ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট’, শেষ পূর্ণ বাজেটের সুর বাঁধল🎉েনꦰ মোদী
বাজেট অধিবেশন (Parliament's Budget Session 2023) শুরুর আগে সংসদের বাইরে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমাদের অর্থমন্ত্রী একজন মহিলাও বটে। আগামিকাল উনি দেশের সামনে আরও একটি বাজেট পেশ করতে চলেছেন। বর্তমানে বিশ্বে যা পরিস্থিতি, তাতে শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্ব ভারতের বাজেটের দিকে তাকিয়ে আছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আমজনতার আশা এবং আকাঙ্খা পূরণের চেষ্টা করবে ভারতের বাজেট। আমি নিশ্চিত যে সেই আকাঙ্খা পূরণের জন্য সবরকমের🦋 চেষ্টা করবেন নির্মলা সীতারামন।’
মোদী আর কী কী বললেন?
১) প্রধানমন্ত্রী মোদী: বিজেপির নেতৃত্বাধীন এনডিএয়ের সরকারের এক✃টাই লক্ষ্য - ইন্ডিয়া ফার্স্ট, সিটিজেনস ফার্স্ট - সবার আগে দেশ, সবথেকে আগে দেশবাসী। সেই চিন্তাভাবনা ধরেই এগিয়ে যাওয়া হবে এবারের বা🍌জেট অধিবেশনের।
২) প্রধানমꦅন্ত্রী মোদী: বিশ্বে যে আশার আলো দেখছে, তা আরও উজ্জ্বল হচ্ছে। সেই ল𝐆ক্ষ্য পূরণের জন্য সবরকমের চেষ্টা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
৩) প্রধানমনꩲ্ত্রী মোদী: রাষ্ট্রপতির ভাষণ ভারতের সংব༺িধানের জন্য গর্ব এবং ভারতের সংসদীয় কাঠামোর গর্ব। শুধু তাই নয়, এটা মহিলাদের শ্রদ্ধা প্রদর্শন এবং ভারতের আদিবাসী ঐতিহ্যকে সম্মান জানানোর দারুণ একটা মুহূর্ত।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )