রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনতে পারে ভারত। এই আবহে দিল্লিকে সতর্ক করেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে রাশিয়া থেকে ক্রমাগত তেল আমদানির পরিমাণ বৃদ্ধি করলে তার ফল ভুগতে হবে নয়াদিল্লিকে। কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রর বক্তব্য, তারা রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরও কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এই আবহে ভারতকে তারা পাশে চাইছে। এই বিষয়ে দিল্লি সফরে এসে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিং দেখা করেন বিদেশ সচিব হর্ষ শ্রীংলার সঙ্গে। তারপরই তিনি সাবাদিকদের সঙ্গে আলোচনা করার সময় বলেন, ‘কেউ যদি এই নিষেধাজ্ঞাগুলিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাদের এর ফল ভুগতে হবে৷’রাশিয়া থেকে ভারতের তেল আমদানি প্রসঙ্গে দালীপ এদিন বলেন, ‘আমরা চাই না যে আচমকা ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিক। আমেরিকার তরফে এই ক্ষেত্রে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমে এখানে আমাদের বন্ধউত্বের খআতিরে এসেছি আমাদের নিষেধাজ্ঞার বিষয়টি ভারতকে বোঝাতে। যে দেশগুলি সক্রিয়ভাবে এই নিষেধাজ্ঞাগুলিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাদের এর ফল ভুগতে হবে৷’ যদিও সেক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ করা হতে পারে, তা নিয়ে মুখ খুলতে চাননি দালীপ সিং। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে আমেরিকা স্পষ্ট করে দিয়েছে তারা চায় না যে ভারত রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বৃদ্ধি করুক। যদিও এর আগে এই ইস্যুতে কিছুটা সুর নরম ছিল আমেরিকার।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাতে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে অন্য দেশগুলোর ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। তবে একাধিক পদক্ষেপের পরও রাশিয়ার সেনা ইউক্রেনে তাদের আগ্রাসন থামাচ্ছে না। এই আবহে আমেরিকা এখন রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভারতসহ কিছু দেশ রাশিয়া থেকে স্বাভাবিকের চেয়ে বেশি অপরিশোধিত তেল কিনছে কারণ রাশিয়া সস্তা দামে তেল বিক্রি করছে। এই বিষয়টি ভালো চোখে দেখছে না ওয়াশিংটন।