ভারতকে F-18 সুপার হর্নে🔯ট ফাইটারের ডেমোর পরিকল্পনা করছে বোয়িং। চলতি বছরের এপ্রিল-মে মাসে গোয়া উপকূলের আইএনএস হংস-এ এটি হতে চলেছে। কিন্তু কী নিয়ে ডেমো?
যুদ্ধবিমান বহনকারী জাহাজে রানওয়ের মতো বেশি স্থান থাকে না। জাহাজের ডেকে স্কি-জাম্পের মতো ছোটো জায়গা থাকে। সেইটুকুর মধ্যেই লিফট-অফ নিতে হয় বিমানগুলিকে। তারপর আবার নামার সময়েও রয়েছে ভিন্ন পন্থা। বিমানের পিছনের অংশে থাকা হুক এসে আটকে যায় রণতরীর রানওয়েতে রাখা দড়িতে। ফলে দ্রুত, কম স্থানের মধ্যেই থামিয়ে দেওয়া যায় বিমানগুলিকে।আরও পড়ুন : Omicron symptoms: ওমিক্রন হয়েছে কি না, বুঝবেন কীভাবে?
মার্কিন F-18 যুদ্ধবিমান, ভারতীয় ক্যারিয়ার জাহাজের থে𒉰কে লিফট অফ নিতে পারে 🍃কিনা, তাই প্রদর্শন করে দেখাবে বোয়িং।
উল্লেখ্য, চলতি সপ্তাহে সোমবার এই একই পরীক্ষার সম্মুখীন হয় নবাগত রাফাল যুদ্ধবিমান। আইএনএস হংস-এ ট্রায়াল হ🍰য় রাফাল বিমান নিয়ে।
আরও পড়ুন : সস্তা হল Vivo Y72 5G, জেনে নিন নতুন দাম, স্পেসিফিকেশন
ফেব্রুয়🎉ারি মাসেই ভারতে আসবে শেষ চারটি রাফাল ফাইটার জেট। সবকট🐎িই ভারতের জন্য কাস্টমাইজ করেছেন ফরাসি নির্মাতারা। অত্যাধুনিক এই যুদ্ধবিমান যে বায়ুসেনার শক্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য। মোট ৩৬ টি রাফাল কিনেছে ভারত। এখনও পর্যন্ত মোট ৩২টি রাফাল এসেছে।