ফের বড়সড় 'ভুল' করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিগত বেশ কয়েক মাস ধরেই বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মাঝে আবার তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বদ্ধপরিকর। তবে প্রচারে হোক কি ডিবেটে, বারবার 'হোঁচট' খাচ্ছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। কখনও তাঁর কথা জড়িয়ে যাচ্ছে, কখনও বা মুখ ফসকে 'ভুলভাল' কথা বলছেন। সেই তালিকায় সংযুক্ত হল তাঁর নয়া 'কীর্তি'। ২০২৪ সালের নির্বাচনের প্রচারে দাঁড়িয়ে বাইডেন বললেন, '২০২০ সালে ট্রাম্পকে আবারও হারাব'। আর তাঁর সেই মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা নিয়ে তোলপাড় নেটপাড়া। (আরও পড়ুন: সুর♛াটের বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত ৭, ১৭ ঘণ্টা পরও আটকে আরও বহু)
আরও পড়ুন: লাদাꩲখের দিকে এগোচ্ছে PLA, প্যানগংয়ের কাছেই তৈরি চিনা বাঙ্কার, মোতায়েন সা✱মরিক যান
আরও পড়ুন: কাশ্মীরে জোড়া এনকাউন্টারে শহিদ ২ জওয়ান, জবা𒈔বে ৪ জঙ্গিকে খতম করল সেনা
বাইডেনের পরপর 'হোঁচট' দেখে ইতিমধ্যেই ডেমোক্র্যাটদের প্রার্থী বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে নিဣজ🌺ের অবস্থানে অনড় থেকেছেন বাইডেন। তাঁর দাবি, তিনি অনায়াসে ট্রাম্পকে হারিয়ে দেবেন। যদিও তাঁর সেই দাবি হজম হচ্ছে না ডেমোক্র্যাটদেরই একাংশের। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, 'ট্রাম্পকে হারানোর জন্যে আমার থেকে যোগ্য কেউ আর আছে বলে আমি মনে করি না। আমাকে যদি স্বয়ং ঈশ্বর এসে বলেন যে আমি ডেমোক্র্যাটদের জয়ের পথে প্রতিবন্ধকতা, তাহলে আমি প্রার্থী পদ প্রত্যাহার করতে পারি। না হলে নয়। যে সব সমীক্ষায় বলা হচ্ছে আমি পিছিয়ে, সেগুলি সঠিক নয়।' আবার এই বাইডেনই সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে বলে ফেলেছিলেন, 'আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা আমিই।'