মস্কোয় নর্দমার পাইপ ফেটে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। দাবি করা হচ্ছে, বহুতলের মতো উঁচ্চতায় পৌঁছে যায় এই 'নোংরা জলের ফোয়ারা'। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন উপদেষ্টা অ্যান্টন গেরাশচেঙ্কো এই ঘটনা নিয়ে পোস্ট করেন সোশ্যায় মিডিয়ায়। তাঁর কথায়, 'মস্কো টেলিগ্রাম চ্যানেল রিপোর্ট করেছে যে মস্কোর নিকাশী ব্যবস্থা ভেঙে পড়েছে। মস্কোর একটি জেলায় একটি আবাসিক ভবনের উচ্চতার একটি 'ফোয়ারা' দেখা যায়। সত্যিকার অর্থেই এটি একটি শিট শো।' (আরও পড়ুন: ১৫ দিনে ৪০০ উড়ানে বোমাতঙ্♛ক, নিরাপত্তা আধ🅷িকারিক নিয়োগে কেন্দ্র কি 'ঘুমাচ্ছে'?)
আরও পড়ুন: পরপর ছুটি সরকারি কর্মীদের, তবে ধনতেরাসে কি বন্ধ ব্যাঙ্ক? মু🃏হূরত ট্রেডিং কবে?
এদিকে এই ঘটনা প্রসঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, গ্যাস পাইপলাইনের নতুন একটি অংশ পরিষ্কার করার সময়ই নাকি ঘটনাটি ঘটেছিল। তবে এখন নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিকে দ্য মিরর-এ দাবি করা হয়েছে, আশেপাশের আবাসিক ভবনগুলির খুব কাছ দিয়ে আকাশে উড়ছিল 'নোংরা জল'। তবে তাতে 'মল-মূত্র' মেশানো ছিল কি না, তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি রিপোর্টে। মস্কোর নোভায়া মোস্কভা জেলায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয় রিপোর্টে। (আরও পড়ুন: LAC থেকে সেনা সরানোর কাজ প্রায় শেষ, চিন ♋কথা রেখেছে কি না, জানবে কীভাবে ভারত?)
চিনে যখন 'মলের বৃষ্টি' হয়েছিল…
এর আগে সম্প্রতি পাইপলাইন ফেটে গিয়ে চিনের রাস্তায় ফোয়ারার মতো মল বেরিয়েছিল। সেই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। রাস্তার পাশেই একটি নিকাশি পাইপে ফাটল ধরায় এই কাণ্ড ঘটায়। এর জেরে সেই সময় সেই রাস্তা দিয়ে যাওয়া গাড়ি পুরো মলে ঢেকে যায়। একটি গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় সেই দৃশ্য দেখাও যায়। রিপোর্ট অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর সকালে চিনের ন্যানিংয়ে সেই ঘটনা ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে, রাস্তা দিয়ে একটি গাড়ি এগিয়ে যাচ্ছে। আচমকা কিছুটা দূরে ফোয়ারার মতো হলুদ রঙের কিছু উড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে ওই গাড়ির কাচ পুরো হলুদে হয়ে যায়। ফাটল ধরা পাইপ থেকে মল ছিটকে এসে পড়তে থাকে গাড়ির কাচে। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩৩ ফুট উঁচুতে মলের ফোয়ারা পৌঁছে গিয়েছিল। আর তারপর পুরো রাস্তায় মল-মূত্রে ভরে গিয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমের প্রত𒊎িবেদন অনুযায়ী, ন্যানিং পুরসভার জরুরি বিভাগের তরফে স্বীকার করা হয়েছে যে সেপটিক ট্যাঙ্কের পাইপ ফেটে রাস্তায় ওরকম মলের 'ফোয়ারা' উঠেছিল। পুরসভার তরফে দাবি করা হয়েছে যে ইঞ্জিনিয়াররা যখন ‘প্রেশার টেস্ট’ চালাচ্ছিলেন, তখন পাইপ ফেটে গিয়েছিল।