ইন্দোর থেকে মুম্বই যাচ্ছিলেন এক রেলযাত্রী। এসি বগির বুকিং করেছিলেন। নিশ্চিন্ত মনে যাত্রা করছিলেন। কিন্তু এমন সময়েই ঘটল বড় অঘটন। ট্রেনের সেকেন্ড এসি কোচের ছাদ থেকে শুরু হল বৃষ্টি! অবশ্য বৃষ্টি না বলে সেটা জলপ্রপাতও বলা যায়। বাইরে যতক্ষণ বৃষ্টি হয়েছে, ততক্ষণ এভাবেই জলে ভেসে গিয়েছে বগি। চলন্ত ট্রেনে, লাগেজ, পরিবার নিয়ে কার্যত নাকানিচোবানি খেতে হয়েছে যাত্রীদের। গত ২৪ জুনের ইন্দোর-মুম্বই অবন্তিকা এক্সপ্রেসের ঘটনা এটি। অত্যাধুনিক রেলের যুগে এটি ব্যাতিক্রমী ঘটনা তো বটেই। কিন্তু ঠিক কী কারণে এমনটা হল, এবং ভবিষ্যতে এর সম্ভাবনা কীভাবে কমানো সম্ভব, তাই নিয়ে তদন্তের দাবি তুলেছেন রেলযাত্রীদের একাংশ। আরও পড়ুন: Bangla Jokes Collection: সপ্তাহ🅠ের শুরুটা হোক দারুণ হ♊াসিমুখে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস
ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এদিকে এই ঘটনা ঘিরে সরব হয়েছেন বিরোধীরাও। রে🐈লের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। কংগ্রেস তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ভিডিয়ো টু♑ইট করেছে।
সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, 'মিথ্যা ও ফাঁপ♎া প্রচারের বদলে যদি রেলে সত্যিই কিছু কাজ হত। পতাকাবাহী রেলমন্ত্রী এখন বিদেশে। তাঁর এই বিষয়ে নজর দেওয়া উচিত্।'
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে তা রেলের কাছেও পৌঁছে গিয়েছে। রেল কর্তৃপক্ষ এর তদন্তের নির্দেশ দিয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি বিবৃত🗹ি প্রকাশ করা হয়নি।
তবে পশ্চিম রেল এই বিষয়ে একটি প্রতিক্রিয়া দিয়েছে। টুইটারে অভিযোগের জবাবে তারা জানিয়েছে, '২৪ জুন মুম্বই-অবন্তিকা এক্সপ্রেসের ঘটনা এটি। এই বিষয়ে তদন্তের পর বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হবে।' আরও পড়ুন: Dhoni playing ‘candy crush’: ধোনিও ‘ক্যান্ডি ক্রাশ’ খেলেন? মাহির ভিডিয়ো ভাইরাল হতেই হু-হু💟 করে হল ট্রেন্ড