গত ২০ ডিসেম্বর বিদ্যুত্স্পৃষ্ট হন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। সৌভাগ্যবশত তিনি বেঁচে যান। এই প্রায় অলৌকিক ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বছর ৩৫-এর ওই ব্যক্তির নাম আবদুল রশিদ। পেশায় নিরাপত্তা কর্মী। ঘটনার দিন উত্তর জাকার্তার উপকূলীয় শহর সিলিনসিঙে একটি কারখানার বাইরে টহল দিচ্ছিলেন। বৃষ্টি পড়ছিল। মাথায় তাই ছাতাও ছিল। এমন সময়েই বজ্রপাত হয়। এর ফলে তাঁর ছাতাটিও নিমেষে যেন বাষ্প হয়ে যায়।ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছাতা নিয়ে বৃষ্টি ভেজা এলাকায় হাঁটছেন আব। হঠাৎ একটা বজ্রপাত তাঁকে আঘাত করে। ছিটকে মাটিতে পড়ে যান তিনি।দেখুন ভাইরাল ভিডিয়ো: ভিডিয়োর শেষের দিকে দেখা যাচ্ছে আবদুলের সহকর্মীরা তাঁকে সাহায্য করতে ছুটে আসছেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে বেশ কয়েকটি জায়গা পুড়ে গিয়েছে। প্রত্যক্ষ বজ্রপাত হওয়া সত্ত্বেও আবদুলের প্রাণ সংকট হয়নি। সিলিনিং পুলিশ কমিশনার আর মনুরঙের মতে, তাঁকে চার দিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বজ্রপাতের সময়ে আবদুলের কাছে একটি রেডিও ছিল বলে জানা গিয়েছে।