সংশোধিত নাগর🃏িকত্ব আইন ঘিরে দিল্লিতে ক্রমশ বাড়ছে বিক্ষোভের আঁচ। তাই সতর্কতামূলক ব্যꦐবস্থা হিসেবে কয়েকটি এলাকায় চার ঘণ্টা ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখল দিল্লি সরকার।
আজ সকালে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্ಞযায় পড়েন এয়ারটেল গ্রাহকরা। তা নিয়ে অভিযোগ জানানোয় এয়ারটেলের তরফে বলা হয়, 'দিল্লির কয়েকটি এলাকায় ফোন, এসএমএম ও ইন্টারমনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে সরকারের নির্দেশ মেনে চলছি আমরা। সেই নির্দেশ তুলে নেওয়ার পর আমাদের পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে। অসুবিধার জন্য দুঃখিত।'
একই সমস্যার সম্মুখীন হন ভোডাফোন-আইডিয়া গ্রাহকরাও। টুইটারে এক গ্রাহকের প্রশ্নের 🍸জবাবে টেলিকম সংস্থার তরফে বলা হয়, 'সরকারের নির্দেশ মতো পরিকল্পিত বিভ্রাট করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে পরবর্তী নির্দেশ পেলেই আমরা শুধরে নেব।' বন্ধ ছিল জিও পরিষেবꦫাও।
আজ সকালে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন এয়ারটেল গ্রাহকরা। তা নিয়ে অভিযোগ জানানোয় এয়ারটেলের তরফে বলা হয়, 'দিল্লির কয়েকটি এলাকায় ফোন, এসএমএম ও ইন্টারমনেট পরিষেবা বন্ধ রাখা নি🅷য়ে সরকারের নির্দেশ মেনে চলছি আমরা। সেই নির্দেশ তুলে নেওয়ার পর আমাদের পরিষেবা পুরোপুরি স্🅘বাভাবিক হবে। অসুবিধার জন্য দুঃখিত।'