ভোটার আইডির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। সোমবার বেশ কয়েকটি রাজ্যে রীতিমতো অ🐓ভিযান শুরু করল নির্বাচন কমিশন (EC)। ভোটারদের পরিচিতি নিশ্চিত করতে এবং ভোটার তালিকায় প্রবেশের যাচাইকরণের লক্ষ্যে এই লিঙ্ক কর🥂া হচ্ছে। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক
♏নির্বাচনী আইন (সংশোধ🐟ন) বিলে ভোটার আইডির সঙ্গে আধার লিঙ্ক করার অনুমোদন দেওয়া হয়। ২০২১ সালের ডিসেম্বরে লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে এটি পাশ হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে যে, আধার কার্ডের সঙ্গে ভোটার☂ আইডি লিঙ্ক করা থাকলে কোনও ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার নাম রেজিস্ট্রেশন করলে, তা শনাক্তকরণে সহায়তা করবে।
ভোটারদের আধার নম্বর ফর্ম-6বি-তে দেওয়া হবে। অনলাইꦛনে nvsp.in-এ ফর্ম-6বি পাওয়া যাবে। সেলফ অথেন্টিকেশনের পরে, ভোটাররা ভোটার পোর্টাল/অ্যাপে অনলাইনে ফর্ম-6বি পূরণ করতে পারবেন।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে। ফলে আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বরটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। Aadhaar-Voter ID Link: জেনে নিন কীভাবে লিঙ্ক করতে হবে, রইল সহজ স্টেপস(এখানে টাচ করুন)
সেলফ অথেন𒁏্টিকেশন ছাড়াই অনলাইনে প্রয়োজনীয় এনক্লোজার সহ ফর্ম-6বি জমা দিতে হবে।