এখন তিনি আর পশ্চিমবঙ্গের রাজ্যপাল নন। তিনি এখন দেশের উপরাষ্ট্রতি। তবে বাংলাকে ভুলতে পারছেন না🌺 জগদীপ ধনখড়। এই আবহে মোমিনপুরের ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা🐭 পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন তিনি। নিজের মেয়াদকালের এক রিপোর্টকে উদ্ধৃত করে রাজ্য সরকারকে খোঁচা দিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।
বুধবার রাজধানী দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষ𒆙ণ দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেই সময় তিনি বলেন, ‘আমি তিনবছর বাংলার রাজ্যপাল ছিলাম। আমি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলাম তখন জাতীয় মানবাধিকার কমিশন একটি রিপোর্ট পেশ করেছিল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। রিপোর্টের প্রথম বাক্যটা আমি কোনওদিনও ভু🅺লব না। সেই রিপোর্টে বলা হয়েছিল, বাংলায় আইনের শাসন চলে না। শাসকের আইন চলে।’
২০১৯ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়। তারপর থেকেই বিভিন্ন সময় রাজ্য সরকারের সঙ্গে একাধিক ইস্যুতে তাঁর সংঘাত জারি ছিল। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইট করে দিতে রাজ্যপাল। এতে বিরক্ত হয়ে গিয়ে একসময় ꧑রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তাতেও থামেননি ধনখড়। আইনশৃঙ্খলা ইস্যু নিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব থেকে শীর্ষ স্থানীয় পুলিশ কর্তাদের তলব, কোনওটাই নিজের মেয়াদকালে বাদ রাখেননি ধনখড়। এই আবহে মোমিনপুর কাণ্ডের পর পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপরাষ্ট্রপতি পদে থাকা ধনখড়ের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মানবাধিকার কমিশনের অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক ও রাজনৈতিক দাঙ্গা ক্রমশ বাড়ছে। রাজ্যের শাসকদলকে পরোক্ষভাবে তোপ দেগে তিনি আরও বলে꧙ন, ‘যখন শাসকের শাসন আইনের শাসনকে ছাপিয়ে যায়, তখন বিশ্বের যে কোনও প্রান্তেই এই ধরনের খা🌳রাপ পরিস্থিতির সৃষ্টি হবে।’