যে বাঘের নখ দিয়ে ছত্রপতি শিবাজী মহারাজ বিজাপুর সুলতানাতের জেনারেল আফজাল খানের জীবন নিয়ে নিজের বীরত্ব প্রদর্শন করেছিলেন, সেই বাঘের নখ এখন থেকে দেশের মানুষ দেখতে পাবেন। একনাথ শিনꩵ্ডে সরকারের সমস্ত প্রচেষ্টার পর এই বাঘের নখটি লন্ডন মিউজিয়াম থেকে এনে, মহারাষ্ট্রের সাতার🦂া মিউজিয়ামে রাখা হয়েছে। জানা গিয়েছে যে রাজ্যে প্রদর্শনের জন্য লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়াম থেকে তিন বছরের জন্য ধার করে আনা হয়েছে এই বাঘ নাখটি।
এদিন, সাতারার ছত্রপতি শিবাজী মহারাজ যাদুঘরে প্রধান আকর্ষণ হিসাবে বাঘ নাখের সঙ্গে মারাঠা যোদ্ধাদের সময় থেকে আনা অস্ত্র সহ শিবশাস্ত্র শৌর্য প্রদর্শনীর উদ্বোধন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শ💫ুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পাওয়ার। গ্যালারিতে তাপমাত্রা ও আর্দ্রতার কোনও ওঠানামা না করার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: (Bangladesh quota movement: সুপ্রিম রায়ের পরেও বাংলাদেশে ছাত🍰্র আন্দোলন অব্যাহত, আরও কী দাবি পড়ুয়াদের?)
এটি একটি চামড়ার কেসের মধ্যে রাখা হয়েছে। এই বিশ𝓰েষ অস্ত্রকে ঘিরে রয়েছে সুইডেনে তৈরি, একটি শক্ত কাঁচের ঘের। এই অস্ত্র সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে একটি পাঠ্যের সঙ্গে সাজিয়ে রাখা হয়েছে বাঘ নাখ। ওই পাঠ্যে বলা হয়েছে যে অস্ত্রটি ১৮১৮ সালে পেশোয়া শাসনের পতনের পরে সাতারার আদালতে🔯র রাজনৈতিক এজেন্ট জেমস গ্রান্ট ডাফকে সাতারার রাজপরিবার উপহার দিয়েছিল।
শিবাজির বীরত্বের স্মৃতিচিহ্ন হিসাবে, এই বিশেষ অস্ত🐷্র ভারতের ঐতিহ্যে নতুন মাইলফলক যোগ করলেও, এটি একেবারেই ভুল বলে উড়িয়ে দিচ্ছেন ঐতিহাসিকদের একাংশ। ইতিহাসবিদ এবং ইতিহাস বিশেষজ্ঞরা এদিন বলেছেন যে এই বিশেষ বাঘ নাখটি ১৬৫৯ সালে সাতারা জেলার প্রতাপগড় দুর্গের গোড়ায় খানকে হত্যা করার জন্য শিবাজি মহারাজ ব্যবহার করেছিলেন বলে কোনও প্রমাণই নেই। কোলহাপুর-ভিত্তিক ইতিহাসবিদ ইন্দ্রজিৎ সাওয়াܫন্ত সম্প্রতি সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দাবি করেছেন যে আসলটি এখনও সাতারার রাজপরিবারের কাছে রয়েছে।
আরও পড়ুন: (কেরলে কুকুরের ঘর ভাড়া নিয়ে থাকছিলেন বাংলার পরিযায়ী�� শ্রমিক, উদ🉐্ধার করল পুলিশ)
এরপরেই পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় জবাব দিয়েছেন যে কিছু লোক এই বাঘ নাখ নিꦫয়ে সন্দেহ প্রকাশ করছেন। তাঁরা শিবাজী মহারাজের দেখানো বীরত্বপূর্ণ সাহসকে সন্দেহ করছে। তাঁর অনুগামীরা এটা কখনওই সহ্য করবে না। এই বিতর্ক প্রসঙ্গে, শিবাজি মহারাজের ১৩ তম বংশধর তথা সাতারার বিজেপি সাংসদ উদয়নরাজে ভোঁসলে বলেছেন যে মারাঠা যোদ্ধাকে ঘিরে এমন বিতর্ক তৈরি করা উচিত নয়।
অন্যদিকে, আবার আমন্ত্রণ জানানোর পরেও অনুষ্ঠান এড়🎉িয়ে যাওয়ার জন্য শিন্ডে মহাবিকাশ আঘাদি নেতাদেরও আক্রমণ করে বলেছিলেন এই বিরোধী দল সবসময় ভালো কাজ ব🥀য়কট করে এসেছে।
আরও পড়ুন: (দুরন্ত এক্সপ্রেসের চাকায় আগুন, প্রবল আতঙ্ক যাত্রীদের মধ♕্যে, দাঁড়িয়ে পড়ে ট্꧟রেন)
প্রসঙ্গত, সাতারা জেলার ঐতিহাসিক প্রতাপগড় দুর্গের সংরক্ষণের কাজগুলি পরিচালনা করার জন্য প্🌠রতাপগড় কর্তৃপক্ষ প্রতিষ্ঠার ঘোষণা কꦜরেছিলেন শিন্ডেকে। এই কাজগুলো চেয়ারম্যান হিসাবে দেখাশোনা করবেন ভোঁসলে। এই কাজের জন্য ১৫০ কোটি টাকা তহবিলও বরাদ্দ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাতারা জেলার সঙ্গম মাহুলিতে, কোলহাপুরের (আগের কারভির) প্রতিষ্ঠাতা তারারাণী মহারানির স্মৃতি সৌধও পুনরুদ্ধার করা হবে বলে জানানো হয়েছে।