বোমার ভয়ে বউ, মা, বোন, নেড়রি গেঁড়রি লয়েদিগ্বিদিকে পলায়ে ভীরু মানুষ মৃত্যু ভয়ে!কোনখানে হায় পলায় মানুষ, মৃত্যু কোথায় নাই?পলাতকের দল! বলে যাও সে-দেশ কোথায় ভাই?মানুষ মরে একবার, সে দু'বার মরে নাকো,হায় রে মানুষ! তবু কেন মৃত্যুর ভয় রাখ।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা। ২০২২-এ এসেও যা সর্বকালীন, প্রাসঙ্গিক। সার্বজনীনও বটে। কবির এই কবিতা শোনেনি ইউক্রেনের ছোট্ট শিশুরা। তবে, তারও মৃত্যুর ভয় পায় না। রুশ সেনার বোমাকে তোয়াক্কা করে না তারা। বাঙ্কারে বসেই তাই দেশের জাতীয় সঙ্গীত গেয়ে ওঠে তারা। ইউক্রেনের শিশুদের এই দেশপ্রেম, সাহস ধরা পড়েছে ভিডিয়োতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।শেলটারে বসে উনো কার্ড গেম খেলতে দেখা গেল ইউক্রেনীয় শিশু, কিশোর-কিশোরীদের। সেখানকার এই ছবি দেখে স্যালুট জানাচ্ছে গোটা বিশ্ব। একই সঙ্গে তাঁদের বিপদ থেকে বের করে আনার কামনা করছেন তাঁরা। জনৈক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'আমার যদি ক্ষমতা থাকত, আমি সর্বশক্তি দিয়ে তোমাদের এই দুর্বিষহ পরিস্থিতি থেকে বের করে আনতাম।' উনবিংশ শতাব্দীর এক ইউক্রেনীয় পদ্য 'Ukraine is Not Dead Yet'। সেটা থেকেই ইউক্রেনের জাতীয় সংগীতের উদ্ভব। এটি কিয়েভ অ্যান্থেম নামে পরিচিত। এর আগে যখন ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তখন এই কিয়েভ অ্যান্থেম গাওয়া নিষিদ্ধ ছিল।২০০৩ সালে গানটির প্রথম লাইন বদলে 'Ukraine's freedom has not yet perished, nor has her glory' করা হয়।