বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ একেবারে মাত্রাছাড়া। একের পর এক চুরি, ছিনতাইয়ের ঘটনা। এমনকী সেই দেশের স🐓্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনান্ট জেনারেল( অবঃ) মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরীর পদত্যাগের দাবিও উঠছিলไপড়ুয়াদের তরফ থেকে। এবার সেই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করেছেন তিনি।
তাঁর আশꦜ্বাস সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বাংলাদেশে। খবর কালের কণ্ঠ সংবাদমাধ্যম সূত্রে।
ওই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার ঢাকার বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক♎ ক🐬রেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিন💛ি বলেন, আমি বাহিনীগুলিকে নির্দেশ দিয়েছি, তার💯া টহল কার্যক্রম আরও বাড়াবে।
তিনি জানিয়𓂃েছেন, সোমবার থেকে যেন কোথাও কিছু না হয় এজন্ꦍয তারা ব্যবস্থা নেবে। বাহিনীগুলি যদি এটা ভালোভাবে কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নেব।
সেই সঙ্গেই তিনি জানিয়েছিলেন আওয়ামি লীগের দোসরদের আমরা কোনও অবস্থাতেই ছাড় দেব না। তাদের কাছে প্রচুর টাকা। এই টাকা তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।ജ তারা কোনও ভাবেই সফল হবে না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিকে মিছিল বের করেছিলেন পড়ুয়ারা। এনিয়ে শোরগোল পড়েছিল বাংলাদেশ জুড়ে। এরপরই তিনি জানিয়েছেন, তারা আমার যে কারণে🌌 পদত্যাগ করতে বলে ওই কারণগুলোর যদি উন্নতি করে দিতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন ওঠে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের থেকে অনেক উন্নতি হয়েছে। এটা আরও উন্নত করতে হবে। জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই তিনি ꦛবলেন, আমার মা বোনেদের ভয়ের কোনও কারণ নেই।