Hathras Stampede: দমবন্ধ থেকে বাঁচার জন্যই কি হাথরসে পদপিষ্টের ঘটনা? কী বলছেন আহতরা?
1 মিনিটে পড়ুন Updated: 02 Jul 2024, 08:49 PM ISTসিকান্দ্রা রাও থানার এসএইচও আশিস কুমার জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ের কারণে পদꦫপিষ্ট হওয়ার ঘটনা ঘꦐটেছে।
সিকান্দ্রা রাও থানার এসএইচও আশিস কুমার জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ের কারণে পদꦫপিষ্ট হওয়ার ঘটনা ঘꦐটেছে।
ভারতের উত্তর প্রদেশের হাথরাস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১০৭ জন মারা গিয়েছেন। ঘটনাটি ঘটেছে রতি ভানপুর গ্রামে, যেখানে ভোলে বাবা নামে এক ধর্মগুরু একটি সৎসঙ্গের আয়োজন করেছিলেন। অত্যন্ত মর্মান্তিক ঘটনা।
যারা মৃত বা অচেতন তাদের ট্রাক এব🃏ং অন্যান্য যানবাহনে চাপিয়ে সিকান্দারা রাও ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়েছিল।
এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সৎসঙ্গের পর ভক্তরা যখন অনুষ্ঠানস্থল ছাড়তে শুরু করেন, তখনই পদপিষ্ট হয়ে যান তিনি।
ꦍসিকান্দ্রা রাও থানার এসএইচও আশিস কুমার জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হওཧয়ার ঘটনা ঘটেছে।
উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, অনুষ্ঠানের আয়োজকদে🦄র বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 'হাথরাস জেলায় এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। উত♊্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর জানিয়েছেন, ভোলে বাবা নামে এক ধর্মপ্রচ🎉ারক এই সৎসঙ্গের আয়োজন করেছিলেন।
ওই আধিকারিক জানান, একটি বন্ধ তাঁবুর ভিতরে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। তিনি বলেছিলেন যে ভক্তদের দমবন্ধ হওয়ার অবস্থা। শেষ হতেই তাঁবু থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন তাঁরা। তখনই পদপিষ্🎀ট হওয়ার ঘটনা ।