লোকসভায় হিন্দুদের নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এমনই অভিযোগ বিজেপির। তা নিয়ে দেশ জুড়ে শোরগোল। তারপর তাঁর আমেদাবাদ সফরকে ঘির𒊎ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ♐;
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীꦦ আমেদাবাদে। বজরং দল তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে পারে এই আশঙ্কায় ব্যপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ জানিয়েছে বজরং দলের সদস্যরা বিক্ষোভ দেখানোর জন্য় এসেছিꦅলেন। তাদের মধ্যে কয়েকজন আটক করা হয়। এরপর বজরং দল রাহুল গান্ধীর ছবিতে কালি দিয়েছিলেন।
এদিকে বজরং দলের লোকজন কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালিয়েছিল এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাহুল বলেন, লিখে রাখুন গুজরাটে কংগ্রেস লড়বে ꦇআর নরেন্দ্র মোদীকে পরাজিত করবে। বিজেপিকে পরাজিত করবে। ঠিক যেভাবে অযোধ্য়ায় করেছিলাম। তিনি বলেন কংগ্রেস গুজরাটে জয়লাভ করবে। রাজ্যে একটা নতুন দিনের সূচনা করবে গুজরাট।
রাহুল গান্ধী জা🌼নি𝔉য়েছেন, প্রধানমন্ত্রী অযোধ্যা থেকে লড়তে চেয়েছিলেন।কিন্তু তাঁর সমীক্ষক টিম জানিয়ে দিয়েছিল এটা করবেন না। আর এটা যদি তিনি করতেন তবে তাঁর রাজনৈতিক কেরিয়ারই শেষ হয়ে যেত।
রাহুল জানিয়েছেন, অযোধ্য়ায় যে বিমানবন্দর তৈরি হয়েছিল তার জন্য জমি নেওয়া হয়েছিল। কিন্তু সেই জমির জন্য চাষিরা ক্ষতিপূরণ পাননি এখনও। অযোধ্য়ার মানুষ ক্ষুব্ধ কারণ সেখানকার মানুষকে প্রাণ প্রতিষ্ঠার দিনে ডাকা হয়নি। সেকারণেই তাঁরা বিজেপিকে পরাজিত করেছেন। রাহুল বলেন, আদবানিজী রথযাত্রা শুরু করেছিলেন। বলা হয় যে নরেন্দ্র মোদী সেই যাত্রায় সহায়তা করেছিলেন। প্রাণ প্রতিষ্ঠায় আদানি আম্বানিদের দেখা গেল, কিন🌠্তু গরিব মানুষদের দেখা গেল না।
এদিকে এবার ২০২৪ লোকসভা ভোটে বারাণসী কেন্দ্র থেকে জয়ের হ্যাটট্রিক করেছেন মোদী। তবে তাঁর ভোট মার্জিনের অঙ্ক অস্বস্তি বাড়িয়েছে বিজেপি শিবিরকে। বিজেপি শাসিত যোগীগড় উত্তর প্রদেশের বারাণসী থেকে ১.৫ লাখ ভোটে জয় পেয়েছেন মোদী। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রাই একটা সময় বড় লড়াই করেছেন এই ভোট যুদ্ধে। ২০১৪ সাল থেকে বারাণসী কেন্দ্রে টানা জয়ী মো𝕴দী এই প্রথম সেখান হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হয়েছেন।
তবে অযোধ্য়ায় এবার বিরাট ধূমধাম করে রামমন্দির তৈরি করা হয়েছিল। কিন্তু সেখানে দেখা যায় যে ভোট হতেই সেই অযোধ্য়া আসনে হেরে গিয়েছে বিজেপি। এমনটা দা🐎বি করেছেন রাহুল গান্ধী নিজেও। এই ঘটনা কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছে বিজেপিকেও। তবে গোটা নির্বাচন পর্ব জুড়ে একদিকে বিজেপি বার বার বলার চেষ্টা করেছিল যে রামমন্দিরের সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। আবার অন্যদিকে রামমন্দিরের স্বপ্ন যে পূরণ হয়েছ সেকথাও বলতেন বিজেপি নেতৃত্ব। তবে শেষ পর্যন্ত দেখা গেল অযোধ্য়ায় ডাহা ফেল বিজেপি। তবে কি রামমন্দির নির্মাণের কোনও প্রভাবই পড়ল না বিজেপির অন্দরে?