ফেডারেল ইনভেসটিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল মহসিন ভাট। তিনি ইসলামাবাদের দুই সদস্যের প্রতিনিধিদলেরও সদস্য। ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি উপলক্ষ্যে তিনি দিল্লিতে এসেছিলেন। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও লস্কর-ই-তইবা চিফ হাফিজ সইদকে কি ভারতের হাতে তুলে দেবেন? আর এই প্রশ্ন শুনেই তিনি কার্যত মুখ ফিরিয়ে নেন। তিনি কোনও উত্তর দিতে চাননি। এমনকী ঠোঁটে আঙুল ছোঁয়ান তিনি। তবে কি অস্বস্তি এড়াতেই কার্যত তিনি জানিয়ে দিলেন এব্যাপারে নিরুত্তর থাকবেন তিনি? সীমান্ত সংক্রান্ত ব্যাপারে ইসলামাবাদ ও দিল্লির মধ্যে টেনশনটা রয়েছে এখনও। তবে তার মধ্যেই পাকিস্তানের প্রতিনিধি এসেছিলেন দিল্লিতে। এদিকে ইন্টারপোলের সুপ্রিম পরিচালক গোষ্ঠী বলে গণ্য করা হয় এই জেনারেল অ্য়াসেম্বলিকে। পরিচালনা সংক্রান্ত নানা সিদ্ধান্ত নেওয়ার জন্য বছরে একবার করে তাদের বৈঠক হয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্টারপোলের অ্যাসেম্বলিতে বক্তব্য রেখেছিলেন।চারদিনব্যপী এই মিটিংয়ে অন্তত ১৯৫ ইন্টারপোল সদস্যভুক্ত দেশের প্রতিনিধিরা উপস্থিত হচ্ছেন। তার মধ্যে মন্ত্রী, সেদেশের পুলিশ প্রধান, পদস্থ পুলিশ কর্তারা হাজির হয়েছেন। সেই ১৯৯৭ সালে শেষবার ভারতের মাটিতে এই ধরনের ইন্টারপোল জেনারেল অ্য়াসেম্বলি হয়েছিল। এরপর প্রায় ২৫ বছর পরে ভারতে এই মিটিং হচ্ছে।