ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে ডানদিকে বাঁক নিয়ে সেটি উত্তরপূর্ব ভারতের দিকে এগিয়েছে। এই আবহে ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ থেকে অসম, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। এই আবহে সতর্কতা জারি করেছে মৌসম ভবন।