কাল সোজা রথ। উৎসবে ভাসার দিন। জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়ার দিন। জেনে নিন কোন পথে যাবে ইসকনের রথ?
1/4রাত পোহালেই রথযাত্রা। ছোটবেলার অনেকের অনেক নস্টালজিয়া জড়িয়ে থাকে এই রথযাত্রার সঙ্গে। কলকাতার রথযাত্রার মধ্য়ে অন্য়তম ইসকনের রথ। করোনার ভীতি আর এবার সেভাবে নেই। অতিমারির পালা সাঙ্গ করে এবারও চেনা ছন্দে ফিরছে ইসকনের রথ। এই রথ উপলক্ষ্যে দেশ বিদেশের বহু ভক্ত হাজির হবেন রথযাত্রায়। একেবারে যেন বিশ্বমিলন ক্ষেত্র কলকাতার রাজপথে। গত ৪৫ বছর ধরে চলছে এই রথ। (ছবি সৌজন্যে পিটিআই)
2/4মিন্টো পার্কের কাছে হাঙ্গারফোর্ড স্ট্রিটে ইসকনের মন্দির থেকে এই রথ বের হবে। দুপুর দেড়টা নাগাদ রথ বের হবে। সুসজ্জিত রথ এবার কলকাতার রাজপথে ঘুরবে। রথটি এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, শ্য়ামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গী রোড, এক্সাইড মোড়, জে এল নেহেরু রোড, আউটট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেষ হবে এই রথযাত্রা। মায়াপুরের রথা
3/4জগন্নাথ ভক্তরা ইচ্ছা করলে নিজেদের বাড়িতে রান্না করে তা ঠাকুরের কাছে নিবেদন করতে পারবেন। সেই ভোগ আবার ফেরৎ দেওয়া হবে। এরপর ভক্তরা তা বাড়ি নিয়ে যেতে পারবেন। জগন্নাথের আশীর্বাদধন্য সেই ভোগ প্রসাদী হিসাবে ভক্তরা গ্রহণ করতে পারবেন। ফাইল ছবি (ANI Photo)
4/4রথযাত্রা উপলক্ষ্য়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বিগত দিনে মুখ্য়মন্ত্রীও রথযাত্রায় অংশ নিয়েছিলেন। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথের মেলাও বসছে। ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত সেই মেলা চলবে। ২৮ জুন পার্ক স্ট্রিট মেট্রোর কাছ থেকে উলটো রথের শোভাযাত্রা শুরু হবে।