Ladakh LAC patrolling Updates: ডেপস্যাঙের 'Y জংশনে' বাধা দিচ্ছিল PLA, তবে আলোচনার টেবিলে 'মাথা নত' করল চিন Updated: 22 Oct 2024, 10:43 AM IST Abhijit Chowdhury প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনায় ভারতের বড় জয়। এলএসি বরাবর টহলদারি নিয়ে দীর্ঘদিনের জটিলতা কাটতে চলেছে এবার। সম্প্রতি বিদেশ মন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। নিয়ে ঐক্যমতে পৌঁছেছে ভারত ও চিন। এর ফলে সীমান্ত থেকে সেনা সরানো হতে পারে।