ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লির এইমসে। সোমবার🎶 বেলার দিকে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়ান্স-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে ফ🐽াঁকা করা হয় চত্বর। সমস্ত রোগী ও স্টাফদের বাইরে বের করা হয়েছে বলে খবর। তবে প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর মেলেনি। এইমসের ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে ফেলে চত্বর।
জানা গিয়েছে, দিল্লি এইমসের পুরনো ওপিডি-তে একটি ঘর থেকে এই ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে এখনও জানা যায়নি যে কোথা থেকে এই আগুন লেগেছে। সোমবার বেলা ১১.৫৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের কথা জানা যায় বলে দাবি করছে সূত্র। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের ৮ টি ইঞ্জিন পৌঁছয় এইমস চত্বরে। প্রচেষ্টা চলছে তাড়াতাড়ি পরিস্থিতি আয়ত্তে আনতে। জানা গিয়েছে, এইমসের মূল ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের 🔯ঘটনা ঘটেছে। ডিএফএস অতুল গর্গ জানিয়েছেন, যে, ‘আগুন আপাতত নিয়ন্ত্রণে’। তবে আর কোথাও আগুন রয়েছে কিনা, বা আগুনের মাঝে কেউ আটকে পড়েছেন কি না,🐟 তার তল্লাশি চলছে।
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে র𒅌য়েছে। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা নিয়ে এইমসের নিরাপত্তা প্রসঙ্গে উঠছে প্রশ্ন। দিল্লির বুকেই শুধু নয়, গোটা দেশের কাছেই দিল্লি এইমস চিকিৎসার ক্ষেত্রে একটি বড়সড় প্রতিষ্ঠান। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রোগীদের মধ্যেও।