Rain Forecast: তৈরি হয়েছে প্রাচীর, উত্তরের বর্ষণে দক্ষিণে হাহাকার! বৃষ্টির জন্য অপেক্ষা আর কত? Updated: 27 Apr 2022, 09:43 AM IST Abhijit Chowdhury কালবৈশাখীর দেখা নেই। উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ায় উত্তর-পূর্ব ভারত পর্যন্ত জলীয় বাষ্পের প্রাচীর তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণে বৃষ্টির কোনও চিহ্ন নেই। এক পশলা বৃষ্টির জন্য তাই আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে ♐বঙ্গবাসীকে।