কর্ণাটকের চিক্কাবল্লপুর, সদরহল্লি, দেবানাহল্লি, অন্ধ্র ও তেলঙ্গানার ওয়ারাঙ্গল ও করিম নগর থেকে রামমন্দিরের পাথর গিয়েছে অযোধ্যায়। রাজস্থানের মাকরানা পাথর দিয়ে মেঝে তৈরি হয়েছে। দেওয়ালে ব্যবহার হয়েছে বায়ানা স্যান্ডস্টোন। পাথরে পাথরে ইন্টারলকিং পদ্ধতিতে তৈরি এই মন্দির। দাবি করা হচ্ছে এটি টিকবে হাজার বছর।