এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জোরদার ধাক্কা খেল বিজেপি। যে নির্বাচনটা তাদের জয়ের পুরো মঞ্চ তৈরি করে দিয়েছিল, সেখানে গতবারের থেকে ছ'টি আসন কমে গেল বিজেপির। ১২টি আসনে জিতেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস জিতেছে ২৯টি আসনে। কোন ছয় কারণে বিজেপির ভরাডুবি হল, তা দেখে নিন।